Vivo X Fold3 Pro ভারতে এই দিন হবে লঞ্চ, জানুন কী থাকবে বিশেষ
Vivo ভারতের বাজারে প্রথম ফোল্ডেবল ফোন Vivo X Fold 3 Pro লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে
ভিভো ভারতে তার প্রথম ফোল্ডেবল ফোনের টিজার প্রকাশ করেছে
আপকামিং ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনের প্রতিযোগিতা Samsung Galaxy Z Fold 5 এবং OnePlus Open এর সাথে হবে
Vivo ভারতের বাজারে প্রথম ফোল্ডেবল ফোন Vivo X Fold3 Pro লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ভিভো ভারতে তার প্রথম ফোল্ডেবল ফোনের টিজার প্রকাশ করেছে। অফিসিয়াল লঞ্চ ইভেন্টের আগে কোম্পানি কিছু স্পেসিফিকেশন সহ একটি মাইক্রোসাইট তৈরি করেছে। মাইক্রোসাইট ডিসক্লেমার থেকে আপকামিং ফোল্ডেবল ফোন ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনের লঞ্চের তারিখ জানা গেছে।
আপকামিং ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনের প্রতিযোগিতা Samsung Galaxy Z Fold 5 এবং OnePlus Open এর সাথে হবে। ভিভোর ফোল্ডেবল ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart থেকে বিক্রি হবে বলে জানা গেছে। আসুন ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনের বিষয় জেনে নেওয়া যাক।
Vivo X Fold3 Pro এই দিনে ভারতে লঞ্চ হবে
ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনের ডিসক্লেমারে নিচে স্ক্রোল করলে দেখা যাচ্ছে লঞ্চের তারিখ। ফোনটি আগামী মাসের 6 জুন 2024 লঞ্চ হতে পারে। তবে ভিভো কোম্পানিও শীঘ্রই এই ফোনের লঞ্চের তারিখের ঘোষনা করতে পারে।
ভারতে কত দাম হবে Vivo X Fold 3 Pro ফোনের
ফোল্ডেবল ভিভো ফোনটি মার্চ মাসে চীনে 9,999 ইউয়ান শুরুর দামে লঞ্চ করা হয়েছিল। এটি ভারতীয় দাম অনুযায়ী প্রায় 1.17 লাখ টাকা হয়। তবে এখনও পর্যন্ত কোম্পানি তার প্রথম ফোল্ডেবাল ফোনের দামের ঘোষনা করেনি।
ভিভো এক্স ফোল্ড ৩ প্রো স্পেসিফিকেশন
নতুন ভিভো ফোনটি সবচেয়ে স্লিম এবং হালকা ডিভাইস হবে। ফোনটিকে ফোল্ড করলে এটি 11.2mm থিক এবং ওজন 236 গ্রাম হয়ে।
এই স্মার্টফোনে 8.03 ইঞ্চি ইন্টারনাল ডিসপ্লে সহ সবচেয়ে বড় ডিসপ্লে হবে। এটি 4500 নিট পিক ব্রাইটনেস লেভল সহ ফোল্ডেবল ফোনে সবচেয়ে ব্রাইট ডিসপ্লে হবে। অবশেষে, ভিভো ফোল্ডেবল ফোনটি ভারতের প্রথম Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ ফোল্ডেবল ফোন বলে নিশ্চিত করা হয়েছে।
মাইক্রোসাইটে প্রকাশ করা হয়েছে যে ভিভোর নতুন ফোনে ZEISS ট্রিপর রিয়ার ক্যামেরা সহ আসবে। এতে দুটি সেন্সর এবং একটি পেরিস্কোপ লেন্স হবে যা 10x জুম সাপোর্ট করবে। এছাড়া থাকছে ZEISS মাল্টিফোকাল পোর্ট্রেট বিভিন্ন ফোকাল লেন্থে শুটিংয়ের সুবিধা। ভিভো নিশ্চিত করেছে যে এক্স ফোল্ড ৩ প্রো Gemini AI সহ AI নোট অ্যাসিস্ট, AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট এবং AI স্ক্রিন ট্রান্সলেশনের মতো ফিচার সহ আসবে।
আরও পড়ুন: Redmi Note 13R: 12GB RAM এবং 50MP ক্যামেরা সহ রেডমি ১৩আর লঞ্চ, জানুন দাম কত
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile