Vivo -এর তরফে দুটো Foldable ফোন লঞ্চ করা হল চিনে। এই দুটো ফোন হল Vivo X Fold 2 এবং আরেকটি হল Vivo X Flip।
Vivo X Fold 2 ফোনটি হল একটি বইয়ের ধরনের Foldable ফোন যা কিনা খুললে ট্যাবলেটের আকার ধারণ করে। আর ভাঁজ করলে ক্যান্ডিবারের মতো ছোট হয়ে যায়।
Vivo X Flip ফোনটি হল ক্ল্যামশেল স্টাইলের একটি ফোল্ডিং ফোন। এটিকে লম্বালম্বি ভাবে ভাঁজ করা যায়। Fold করলে এটি একটা চৌকো আকার নেয়। দুটো ফোন একই কোম্পানির হলেও দুইয়ে বিস্তর ফারাক আছে।
Vivo X Fold 2 ফোনটিতে 8.03 ইঞ্চির একটি LTPO4 মেইন ডিসপ্লে আছে। এখানে 1916X2160 পিক্সেলের রেজোলিউশন মিলবে সঙ্গে Dolby Vision সাপোর্ট পাবেন।
অন্যদিকে Vivo X Flip ফোনটিতে আছে LTPO ডিসপ্লে। এটার সাইজ হচ্ছে 6.74 ইঞ্চি। এখানে HDR 10+ এর সাপোর্ট সহ 1080X2520 পিক্সেলের রেজোলিউশন পাবেন।
Vivo X Fold 2 ফোনটির কভার ডিসপ্লেতে সাধারণ ফোনের মতো 6.53 ইঞ্চির একটি ডিসপ্লে পাওয়া যাবে। এখানে থাকবে 120 Hz AMOLED ডিসপ্লে, Dolby Vision, 1080X2520 পিক্সেলের রেজোলিউশন। আর Vivo X Flip ফোনে আছে 3 ইঞ্চির কভার ডিসপ্লে যেখানে পাবেন 422×682 পিক্সেলের রেজোলিউশন।
Vivo X Fold 2 ফোনে আছে 5টি ক্যামেরা, প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর সহ দুটো 12 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের সেন্সর। কভার ডিসপ্লেতে একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
অন্যদিকে Vivo X Flip ফোনটিতে আছে তিনটি ক্যামেরা। এই ফোনের মেইন ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর সহ একটি 12 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের সেন্সর।
Vivo X Fold 2 ফোনটি পরিচালিত হয় Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে। অন্যদিকে Vivo X Flip ফোনটিতে আছে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর।
UFS 4.1 স্টোরেজ আছে X Fold 2 -তে আর UFS 3.1 স্টোরেজ আছে X Flip ফোনটিতে।
Vivo X Fold 2 ফোনে আছে 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা যুক্ত 4800 mAh ব্যাটারি। অন্যদিকে X Flip ফোনটিতে আছে 44W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4400 mAh ব্যাটারি। X Fold 2 ফোনটিতে 50W ওয়্যারলেস চার্জিং -এর সুবিধা পাবেন যা X Flip ফোনটিতে নেই।
Wifi 7- এর সুবিধা আছে Vivo X Fold 2 ফোনটিতে, আর X Flip ফোনটিতে আছে Wifi 6 -এর সাপোর্ট।