Samsung Galaxy Z Fold -এর ডিজাইনের মতো Vivo ইতিমধ্যেই দুটি ফোন লঞ্চ করে ফেলেছে, Vivo X Fold এবং Vivo X Fold+। এবার এই কোম্পানি আরও একটি ফোল্ডেবল ফোন আনতে চলেছে বলেই শোনা যাচ্ছে। Digital Chat Station নামক টিপস্টারের তরফে জানানো হয়েছে Vivo X Flip ফোনটি Vivo শীঘ্রই লঞ্চ করতে চলেছে চিনে।
এই টিপস্টার জানিয়েছেন Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর নিয়ে এই ফোনটি জলদি লঞ্চ হতে চলেছে। যদিও এখনও এই ফোনের ডিজাইন সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। তবে মনে করা হচ্ছে Samsung Galaxy Z Flip -এর ডিজাইনের উপর ভিত্তি এই Vivo X Flip ফোনটির ডিজাইন তৈরি করা হবে।
Vivo X Flip ফোনটি সম্ভবত আগে চিনেই লঞ্চ হবে। যদিও এই ফোনের কেবল প্রসেসরের সম্পর্কে একটা আন্দাজ পাওয়া গিয়েছে, তবুও আন্দাজ করা হচ্ছে এই ফোনে আর কী কী ফিচার থাকতে পারে। দেখে নিন এক ঝলকে এই ফোনে কোন সম্ভাব্য ফিচার মিললেও মিলতে পারে।
Vivo X Fold+ ফোনটিতে 6.53 ইঞ্চির একটি আউটার ডিসপ্লে আছে, সঙ্গে আছে আল্ট্রাসনিক আন্ডার ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন 8 ইঞ্চির একটি ফোল্ডেবল আল্ট্রা থিন গ্লাস LTPO ডিসপ্লে, যেখানে বিভিন্ন ধরনের রিফ্রেশ রেট মিলবে 1 Hz থেকে 120 Hz এর মধ্যে। এই ফোনে আছে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর যা 12 GB RAM এবং 512 GB RAM এর সঙ্গে পেয়ার করা আছে।
এই ফোনে আছে চারটি ক্যামেরা, যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 48, 12 এবং 8 মেগাপিক্সেলের আরও তিনটি ক্যামেরা। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এখানে আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। এছাড়া এখানে মিলবে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4730mAh ব্যাটারি। কানেকটিভিটির জন্য গ্রাহকরা এই ফোনে পেয়ে যাবেন 5G, 4G Lte, WIFI, ব্লুটুথ, GPS, USB টাইপ সি পোর্ট, ইত্যাদি। ফলে এই ফিচার দেখে মনে করা হচ্ছে হয় এই ধরনের বা এর থেকে উন্নতমানের ফিচার দেখা যাবে আসন্ন Vivo X Flip ফোনটিতে।