Vivo তাদের লেটেস্ট মোবাইল ফোন V9 Pro য়ের 4GB র্যাম ভেরিয়েন্টটি 1 নভেম্বর লঞ্চ করবে আর এই ডিভাইসের সম্ভাব্য দাম 15,990 টাকা হবে
ভিভো তাদের V9 Pro স্মার্টফোনটির 4GB র্যাম ভেরিয়েন্টটি ভারতে লঞ্চ করতে চলেছে। আর এই রিপোর্ট অনুসারে Vivo V9 Pro মোবাইল ফোনটির 4GB র্যাম ভেরিয়েন্টটি ভারতে 1 নভেম্বর লঞ্চ করা হতে পারে, আর এটি একটি ফ্লিপকার্ট এক্সক্লিউশিভ স্মার্টফোন হবে। Vivo V9 Pro স্মার্টফোনটির 6GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি অ্যামাজন স্পেশাল ফোন ছিল।
নতুন রিপোর্ট অনুসারে Vivo V9 Pro ফোনটির 4GB র্যাম ভেরিয়েন্টের সম্ভাব্য দাম 15,990 টাকা দামে ভারতে 2018 সালের 1 নভেম্বর লঞ্চ করা হবে।
এই ডিভাইসটির 6GB র্যাম ভেরিয়েন্টটি ভারতে 19,990 টাকার MRP তে লঞ্চ করা হয়েছিল আর এটি অ্যামাজনে 17,990 টাকায় কেনা যাবে। আর এই ডিভাইসটির 4GB র্যাম ভেরিয়েন্টটি ফ্লিপকার্টে আর ভিভো স্টোর্সে নেবুলা পার্পাল আর ব্ল্যাক কালার অপশানে কেনা যাবে।
Vivo V9 Pro য়ের স্পেসিফিকেশান
Vivo V9 Pro স্মার্টফোনটির স্পেসিফিকেশান আর ফিচার্সের বিষয়টি যদি আমরা দেখি তবে দেখা যাবে যে এই ফোনে 6.1 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে নচের সঙ্গে আছে। আর এই ফোনে একটি AI নির্ভর অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 র সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এছাড়া Vivo র নতুন স্মার্টফোনে আপনারা কুইক চার্জ 3.0 র সঙ্গে একটি 3,260mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
আর এই Vivo V9 Pro স্মার্টফোনটিতে আপনারা একটি 13+2MP র ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন। আর এর সঙ্গে সেলফি নেওয়রা জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
আর আমরা যদি Vivo V11 Pro স্মার্টফোনটির কানেক্টিভিটি দেখি তবে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটিতে আপনারা 4G VoLTE র সঙ্গে ওয়াই ফাই 802.11, ব্লুটুথ 4.2 আর মাইক্রো USB পোর্টও পাবেন।