Vivo V7 আর V7+ ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে 7 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে

Updated on 08-Sep-2017
HIGHLIGHTS

Vivo V7 আর V7+ ফোনে 24MP’র সেলফি ক্যামেরাও থাকবে

Vivo V7 আর V7+ কোম্পানি 7 সেপ্টেম্বর ভারতে লঞ্চ করবে। Vivo V7 আর V7+ বাজারে আগে থেকে থাকা কোম্পানির V5 আর V5 Plus এর জায়গা নেবে। এই দুটি ফোনে ফুল ভিউ ডিসপ্লে থাকবে। এর সঙ্গে এই দুটিতে 24MP’র সেলফি ক্যামেরা যুক্ত হবে।

কিছু রিপোর্ট অনুসারে, Vivo V7+ ফোনটিতে 6GB র‍্যাম থাকবে। এর সঙ্গে এটি 128GB’র স্টোরেজ যুক্ত। এতে 3500mAh এর ব্যাটারিও আছে। এর সঙ্গে এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের ফানটাচ অপারেটিং সিস্টেম আছে।

আপনাদের এও বলে রাখি যে সম্প্রতি কোম্পানি V5 Plus এর দাম কমিয়েছিল। এবার এই ফোনটি Rs 22,99 দামে কেনা যেতে পারে। আশা করা যায় যে V7+ এর দাম Rs 27,990   হতে পারে। আর এর সঙ্গে V7 এর দাম Rs. 19,999 হতে পারে। 

আমেজান থেকে 21,999 টাকায় কিনুন Vivo V7+ (Matte Black, Fullview Display)

আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট

Connect On :