Vivo V5s ভারতে 27 এপ্রিল লঞ্চ হবে
এই স্মার্টফোনটি একটি সেলফি সেন্ট্রিক ফোন
Vivo তাদের V সিরিজের অন্তর্গত নতুন স্মার্টফোন লঞ্চ করার তোড়জোড় করছে. Vivo 27 এপ্রিল ভারতে Vivo V5s লঞ্চ করবে. এই স্মার্টফোনটিও একটি সেলফি সেন্ট্রিক ফোন. মনে করা হচ্ছে যে এই ডিভাইসে 20 মেগাপিক্সাল ফ্রন্ট ক্যামেরা থাকবে.
Vivoর এই ডিভাইসে 5.5 ইঞ্চি ফুল HD (1920×1080) ডিসপ্লে আছে. এই স্মার্টফোনে প্রসেসার 1.8GHz অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছে. এই ডিভাইসে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে.
আরো দেখুন: Samsung Galaxy S6 Edge ভারতে অ্যান্ড্রয়েড নৌগাট আপডেটে পাওয়া যাচ্ছে
এই ডিভাইসে 16 মেগাপিক্সাল ক্যামেরা আছে. এই ডিভাইসে 20 আর 8 মেগাপিক্সালের ফ্রন্ট ডুয়াল ক্যামেরা স্টোরেজ আছে. এছাড়া এই ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে. কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে 4G VoLTE, Bluetooth 4.1, A-GPS, GLONASS, ডুয়াল সিমের অপশন আছে.
আরো দেখুন: এয়ারটেল 4G স্পিডের ক্ষেত্রে সবার আগে
আরো দেখুন: জিও এবার নিজেদের কিছু বিশেষ ইউজার্সদের ফ্রিতে 168GB 4G ডাটা দিচ্ছে
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile