আগামী মাসেই ভারতে আসছে Vivo এর নতুন সস্তা স্মার্টফোন, লিক হল দাম এবং স্পেসিফিকেশন

আগামী মাসেই ভারতে আসছে Vivo এর নতুন সস্তা স্মার্টফোন, লিক হল দাম এবং স্পেসিফিকেশন
HIGHLIGHTS

Vivo V50e ভারতে Vivo V40e ফোনের আপগ্রেড হিসেবে আসবে।

নতুন লিকে ভিভো ভি50ই এর অনুমানিত ভারতীয় লঞ্চ টাইমলাই, স্পেসিফিকেশন এবং দামের সম্পর্কে প্রকাশ করা হয়েছে

টিপস্টার যোগেশ বরার জানিয়েছে যে ভিভো ভি50ই ফোনটি ভারতে এপ্রিল মাসের প্রথম দিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে

Vivo V50e ভারতে Vivo V40e ফোনের আপগ্রেড হিসেবে আসবে। তবে ভিভো ভি50ই লঞ্চের সঠিক তারিখ এখনও প্রকাশ করা হয়েনি। কিন্তু এই ফোন বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখান থেকে আপকামিং ভিভো ভি50ই ফোনের স্পেসিফিকেশন জানা গেছে। এখন নতুন একটি লিকে ভিভো ভি50ই এর অনুমানিত ভারতীয় লঞ্চ টাইমলাই, স্পেসিফিকেশন এবং দামের সম্পর্কে প্রকাশ করা হয়েছে। বলে দি যে আপকামিং মডেল ভিভো ভি50 ফোনের একটি সস্তা অপশন হবে, যা গত মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল।

Vivo V50e ভারতে কবে হবে লঞ্চ

স্মার্টপ্রিক্স এর রিপোর্ট অনুযায়ী, টিপস্টার যোগেশ বরার জানিয়েছে যে ভিভো ভি50ই ফোনটি ভারতে এপ্রিল মাসের প্রথম দিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে সঠিক তারিখ এখনও জানানো হয়নি। রিপোর্টে আগে জানানো হয়েছিল যে ফোনটি Sapphire Blue এবং Pearl White মতো দুটি কালার অপশনে আসবে।

আরও পড়ুন: Holi ধামাকা ডিল, 8000 টাকার কম দামে বড় স্ক্রিন সহ Smart TV তে দেদার ছাড়

ভিভো ভি50ই ফোনের স্পেসিফিকেশন কেমন হবে লিকে জানা গেছে

Vivo-V40e
Vivo-V40e

ফিচারের কথা বললে, ভিভো ভি50ই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.77-ইঞ্চি 1.5K কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে। পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনটি কাজ করবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট। একই প্রসেসর ভিভো ভি50ই ফোনেও দেওয়া।এটি 8 জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা যেতে পারে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ভি50ই ফোনে 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। সেলফি তোলার জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। পাওয়ার দিতে ভিভো ভি50ই ফোনে 5600mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

অপারেটিং সিস্টেম হিসেবে ভিভো ফোনটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক ফানটাচ ওএস 15 কাস্টম স্কিনের সাথে কাজ করতে পারে।

কত দামে ভারতে আসবে ভিভো ভি50ই

দামের কথা বললে, রিপোর্ট অনুযায়ী ভিভো ভি50ই ফোনের দাম 25,000 টাকা থেকে 30,000 টাকার মাঝামাঝি হতে পারে। বলে দি যে ভিভো ভি50ই ফোনের বেস মডেল 28,999 টাকায় লঞ্চ হয়েছিল।

আরও পড়ুন: Airtel এর 77 দিনের ভ্যালিডিটি সহ সস্তা রিচার্জ প্ল্যান, 500 টাকার কম দাম দুই মাসের বেশি আনলিমিটেড কলিং

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo