Vivo V50e launching with ultra slim quad curved screen and stunning camera
Vivo তার V50 Series এর আওতায় নতুন মোবাইল ফোন আনতে চলেছে। এই স্মার্টফোন Vivo V50e নামে ভারতে লঞ্চ হবে। আপকামিং ফোনটি Vivo V40e ফোনের আপগ্রেড ভার্সন হবে। কোম্পানি লেটেস্ট ফোনটি মিড-রেঞ্জ সেগামেন্টে আরও দুর্দান্ত ফিচার সহ আসবে। আসুন জেনে নেওয়া যাক ভিভো ভি50e ফোনে কী বিশেষ থাকবে।
টিজার থেকে জানা গেছে যে আপকামিং ভিভো ভি50ই ফোনটি দুটি কালার Sapphire Blue এবং Pearl White অপশনে আসবে।
ভিভো ভি50ই ফোনে 6.77-ইঞ্চি FHD+ 120Hz কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 4500 নিট পিক ব্রাইটনেস সহ আসবে।
পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভো ভি50ই মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর সহ আসবে। এতে 8GB RAM+ 8GB ভার্চুয়াল RAM সহ পেয়ার করা হবে।
ক্যামেরার ক্ষেত্রে ভিভো ভি50ই ফোনে 50MP Eye Autofocus সেলফি সেন্সর থাকবে। সাথে ভিভো ফোনে 50MP Sony IMX882 সেন্সর রিয়ারে থাকবে। এছাড়া আল্ট্রাওয়াইড ক্যামেরা সাপোর্ট সহ আসবে।
রিপোর্ট অনুযায়ী, পাওয়ার দিতে ফোনে 5600mAh বড় ব্যাটারি দেওয়া হবে, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।