Vivo আনল 6500mAh ব্যাটারি এবং 90W চার্জিং সহ নতুন ফোন, মিলবে 32MP সেলফি ক্যামেরা

Updated on 18-Mar-2025
HIGHLIGHTS

ভিভো তার স্মার্টফোনে নতুন ডিভাইস Vivo V50 Lite 4G লঞ্চ করেছে

ফিচার হিসেবে এই নতুন ফোনে বিশাল 6500mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দেওয়া

ভিভো ভি50 লাইট 4জি ফোনে 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা দেওয়া

ভিভো তার স্মার্টফোনে নতুন ডিভাইস Vivo V50 Lite 4G লঞ্চ করেছে। এই ফোনটি তুরস্ক দেশে চালু করা হয়েছে। এই ফোনটি শুধু মাত্র সিঙ্গেল ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। লেটেস্ট ভিভো ভি50 লাইট 4জি ফোনটি কোম্পানির গত বছরের V40 Lite 4G ফোনের আপগ্রেডেড ভার্সন। ফিচার হিসেবে এই নতুন ফোনে বিশাল 6500mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দেওয়া। আসুন জেনে নেওয়া যাক নতুন ভিভো ভি50 লাইট 4জি ফোনটি কত দাম এবং ফিচার সহ আনা হয়েছে।

Vivo V50 Lite 4G ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ভিভো ভি50 লাইট 4জি ফোনে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ FHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিট পিক ব্রাইটনেস সহ আসে। পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভো ফোনে Snapdragon 685 চিপসেট সহ 8GB RAM এবং 256GB স্টোরজে পেয়ার করা। এর সাথে ফোনের 8GB ভার্চুয়াল RAM ও পাওয়া যাবে। পাওয়ার দিতে 6500mAh এর ব্যাটারি সহ 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

আরও পড়ুন: 84 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL, প্রতিদিন 3 জিবি ডেটা সহ মিলবে একগুচ্ছ সুবিধা, Jio Airtel এর হাওয়া টাইট

Vivo V50 Lite 4G launchedVivo V50 Lite 4G launched

ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ভি50 লাইট 4জি ফোনে 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং একটি 8MP আলট্রা ওয়াইড লেন্স সহ পেয়ার করা। ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। লেটেস্ট ভিভো ফোনটি Android 15 সহ Funtouch OS 15 এর উপর কাজ করে।

অন্যান্য ফিচারের কথা বললে, এতে ডুয়াল স্পিকার, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং IP65 রেটিং দেওয়া।

ভিভো ভি50 লাইট 4জি ফোনের দাম কত

নতুন ভিভো ভি50 লাইট 4জি ফোনের দাম TRY 18,999 (প্রায় 44,942 টাকা) রাখা হয়েছে। ফোনটি কালো এবং সোনালি রঙের বিকল্পে কেনা যাবে।

আরও পড়ুন: বিশাল ব্যাটারি এবং দুর্ধর্ষ ক্যামেরা সহ Realme এর নতুন 5G ফোন আসছে ভারতে, প্রথমেই 2000 টাকার ছাড়, 19 মার্চ লঞ্চের আগে লিক হল দাম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :