Vivo V5 Plus ফোনটির দাম কমে গেছে
Vivo V5 Plus স্মার্টফোনটি ব্ল্যাক আর গোল্ড রঙে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে
Vivo V5 Plus স্মার্টফোনটি এই বছরের শুরু দিকে লঞ্চ করা হয়েছিল। এখন এই স্মার্টফোনটির দাম Rs. 3,000 কমে গেছে। আগে এই স্মার্টফোনটির দাম Rs. 25,990 ছিল। কিন্তু এবার এই স্মার্টফোনটি Rs. 22,990 তে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে সেলের জন্য পাওয়া যাবে। এটি মেট ব্ল্যাক আর গোল্ড রঙে পাওয়া যাবে।
Vivo V5 Plus ফোনটিতে 5.5 ইঞ্চির ফুল HD (1920×1080) ডিসপ্লে আছে। এই স্মার্টফোনটির প্রসেসার 1.8GHz অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 আছে। এই ডিভাইসের র্যাম 4GB আর ইন্টারনাল স্টোরেজ 64GB।
এই ডিভাইসটিতে 16 মেগাপিক্সালের ক্যামেরা আছে। এই ডিভাইসে 20 আর 8 মেগাপিক্সালের ফ্রন্ট ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এছাড়া এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে 4G VoLTE, Bluetooth 4.1, A-GPS, GLONASS, ডুয়াল সিম আছে।
এই ডিভাইসের ব্যাটারি 3100mAh এর। এই স্মার্টফোনটির ডাইমেনশান 153.8 x 75.5 x 7.55 mm। এই স্মার্টফোনটির ওজন 156 গ্রাম। এছাড়া এই ডিভাইসে এক্সেলোমেটার, গাইরো সেন্সার আর জিওমেটিক সেন্সার আছে।