IPL এর 10 বছর পূর্ণ করার উপলক্ষে টাইটেল স্পন্সার Vivo, Vivo V5 Plus IPL Limited Edition মেট ব্ল্যাক ভেরিয়ান্ট লঞ্চ করেছে. এই ডিভাইসের অনেক স্পেসিফিকেশন আগের মতনই.
ইন্ডিয়ান প্রিমিয়ামলীগের টাইটেল স্পন্সার Vivo তাদের Vivo V5 Plus IPL Limited Edition ভারতে লঞ্চ করে দিয়েছে, এই ফোনের দাম Rs.27,890 বলে জানানো হয়েছে.
Vivo র এই ডিভাইসে 5.5 ইঞ্চি ফুল HD (1920×1080) ডিসপ্লে আছে. এই স্মার্টফোনের প্রসেসার 1.8GHz অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625. এই ডিভাইসের র্যাম 4GB আর ইন্টারনাল স্টোরেজ 64GB.
এই ডিভাইসে 16মেগাপিক্সাল ক্যামেরা আছে. এই ডিভাইসে 20 আর ও 8 মেগাপিক্সাল এর ফ্রন্ট ডুয়াল ক্যামেরা সেটআপ আছে. এছাড়া এই ডিভাইসে 4G VoLTE, Bluetooth 4.1, A-GPS, GLONASS, ডুয়াল সিম আছে. এই ডিভাইসটি 3160mAh ব্যাটারি যুক্ত. এই স্মার্টফোনের ডাইমেনশন 153.8 x 75.5 x 7.55 mm. এই স্মার্টফোনের ওজন 156g. এছাড়া এই ফোনে এক্সেলরোমিটার, গায়েরো সেন্সার আর জিওমেটিক সেন্সার আছে.