HIGHLIGHTS
Vivo V50e ভারতীয় বাজারে 28,999 টাকা শুরুর দামে লঞ্চ হয়েছিল এই ফোনটি বাজারে আসতেই Vivo V40e 5G ফোনের দাম একধাপে অনেকটা সস্তা হয় গেছে ছাড়ের পর ভিভো 40ই 5জি ফোনটি 25,499 টাকায় কেনা যাবে Vivo V50e ভারতীয় বাজারে 28,999 টাকা শুরুর দামে লঞ্চ হয়েছিল। তবে এই ফোনটি বাজারে আসতেই Vivo V40e 5G ফোনের দাম একধাপে অনেকটা সস্তা হয় গেছে। ভিভো 40ই ফোনটিও ভারতে 28,999 টাকা দামে আনা হয়ছিল। তবে এখন এতে সোজা 3500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। ছাড়ের পর ভিভো 40ই 5জি ফোনটি 25,499 টাকায় কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক কোথায় এত টাকা সস্তায় কেনা যাবে ভিভোর এই ফোনটি।
Vivo V40e 5G ফোনের অফার ভিভো 40ই 5জি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি 28,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। শপিং সাইট Flipkart এ এই ফোনটি 2000 টাকা ছাড়ে লিস্ট করা হয়েছে। এই ডিসকাউন্টের পর এটি মাত্র 26,999 টাকায় বিক্রি হচ্ছে। এই ছাড়টি পেতে কোনো কার্ড বা অফারের প্রয়োজন নেই। 2000 টাকা ছাড়ের পাশাপাশি, ফ্লিপকার্টে এই ফোনে 1500 টাকার ছাড় পাওয়া যাবে যেকোনো ক্রেডিট কার্ড পেমেন্টে। এই ছাড়ের পর ফোনটি 25,499 টাকায় কেনা যাবে। যার মানে ফোনে পুরো 3500 টাকা ছাড় পাওয়া যাবে। আরও পড়ুন: Best Smart TV under 10000: টপ ফিচার সহ দশ হাজারেরও কম দামে বাড়ি নিয়ে আসুন স্মার্ট টিভি
ভিভো 40ই 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে প্রসেসর : ভিভো 40ই 5জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 অক্টাকোর প্রসেসরে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো 40ই 5জি ফোনে 50MP সেলফি ক্যামেরা সাপোর্ট করে। ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ 50MP সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ পেয়ার করা।
ব্যাটারি: পাওয়ার দিতে ভিভো ফোনে 5500mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া। এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ডিসপ্লে: ভিভো 40ই 5জি ফোনে 6.77-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে সাপোর্ট করে।
আরও পড়ুন: 12000 টাকা সস্তায় কিনুন শক্তিশালী গেমিং ফোন iQOO 12 5G, জানুন নতুন দাম কত
Latest Article
Realme GT 7 India Launch
7200mAh ব্যাটারি সহ Realme GT 7 শীঘ্রই হবে লঞ্চ, Dimensity 9400+ চিপসেট সহ আর কী থাকবে বিশেষ
Reliance Jio Rs 189 prepaid plan offers 28 days validity with 2GB data
Jio এর সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ প্ল্যান, 200 টাকার কম দামে আনলিমিটেড কলিং এবং ডেটা
cheapest BSNL annual prepaid recharge plans Rs 1499 and rs 1515 offer one year validity
BSNL এর সস্তা প্ল্যানে কুপোকাত Jio Airtel, মাত্র 127 টাকার মাসিক খরচে এক বছর আনলিমিটেড কলিং এবং ডেটা
Nothing CMF Phone 2 Pro launches in India today
CMF Phone 2 Pro আজ হবে ভারতে লঞ্চ, থাকবে এই 5টি সেরা ফিচার, জানুন দাম কত হবে
Biggest discount on 6000mAh Battery phone Samsung Galaxy M35 5G price drop Amazon
10 হাজারের বেশি টাকা সস্তায় কেনা যাবে 6000mAh ব্যাটারি সহ Samsung 5G ফোন, জানুন কোথায় পাবেন এই অফার
CMF Phone 1 get huge price drop before CMF Phone 2 Pro India launch 28 April
13 হাজার টাকার কমে CMF Phone 1, নতুন CMF Phone 2 Pro লঞ্চের আগেই প্রচুর সস্তা হয় গেল ফোন
Buy Best Smart watches Under 5000 with AMOLED Display and calling
Smart watches Under 5000: স্মার্ট ফিচার সহ অত্যাধুনিক স্মার্ট ওয়াচ, পাঁচ হাজারের কমে কোনটি হবে আপনার সেরা চয়েজ
Jio Airtel Vodafone idea Prepaid recharge plans offers amazon prime subscription
Jio, Airtel, Vodafone Idea দিচ্ছে সস্তা দামের রিচার্জ প্ল্যানে বিনামূল্যে Amazon Prime সাবস্ক্রিপশন
jio 749 recharge plan offer 72 days validity and Huge High speed data
72 দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, Jio এর সস্তা প্ল্যানে Airtel, BSNL এর মুখ বন্ধ 6000mAh ব্যাটারি সহ নতুন Realme 5G ভারতে লঞ্চ, 20 হাজার টাকার কমে কী ফিচার রয়েছে জানুন