একধাপে 3500 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 50MP সেলফি ক্যামেরা সহ Vivo 5G ফোন, জানুন নতুন দাম কত

Updated on 14-Apr-2025
HIGHLIGHTS

Vivo V50e ভারতীয় বাজারে 28,999 টাকা শুরুর দামে লঞ্চ হয়েছিল

এই ফোনটি বাজারে আসতেই Vivo V40e 5G ফোনের দাম একধাপে অনেকটা সস্তা হয় গেছে

ছাড়ের পর ভিভো 40ই 5জি ফোনটি 25,499 টাকায় কেনা যাবে

Vivo V50e ভারতীয় বাজারে 28,999 টাকা শুরুর দামে লঞ্চ হয়েছিল। তবে এই ফোনটি বাজারে আসতেই Vivo V40e 5G ফোনের দাম একধাপে অনেকটা সস্তা হয় গেছে। ভিভো 40ই ফোনটিও ভারতে 28,999 টাকা দামে আনা হয়ছিল। তবে এখন এতে সোজা 3500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। ছাড়ের পর ভিভো 40ই 5জি ফোনটি 25,499 টাকায় কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক কোথায় এত টাকা সস্তায় কেনা যাবে ভিভোর এই ফোনটি।

Vivo V40e 5G ফোনের অফার

  • ভিভো 40ই 5জি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি 28,999 টাকা দামে লঞ্চ হয়েছিল।
  • শপিং সাইট Flipkart এ এই ফোনটি 2000 টাকা ছাড়ে লিস্ট করা হয়েছে।
  • এই ডিসকাউন্টের পর এটি মাত্র 26,999 টাকায় বিক্রি হচ্ছে। এই ছাড়টি পেতে কোনো কার্ড বা অফারের প্রয়োজন নেই।
  • 2000 টাকা ছাড়ের পাশাপাশি, ফ্লিপকার্টে এই ফোনে 1500 টাকার ছাড় পাওয়া যাবে যেকোনো ক্রেডিট কার্ড পেমেন্টে।
  • এই ছাড়ের পর ফোনটি 25,499 টাকায় কেনা যাবে। যার মানে ফোনে পুরো 3500 টাকা ছাড় পাওয়া যাবে।

আরও পড়ুন: Best Smart TV under 10000: টপ ফিচার সহ দশ হাজারেরও কম দামে বাড়ি নিয়ে আসুন স্মার্ট টিভি

Vivo V40e 5GVivo V40e 5G

ভিভো 40ই 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

প্রসেসর : ভিভো 40ই 5জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 অক্টাকোর প্রসেসরে কাজ করে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো 40ই 5জি ফোনে 50MP সেলফি ক্যামেরা সাপোর্ট করে। ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ 50MP সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ পেয়ার করা।

ব্যাটারি: পাওয়ার দিতে ভিভো ফোনে 5500mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া। এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ডিসপ্লে: ভিভো 40ই 5জি ফোনে 6.77-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে সাপোর্ট করে।

আরও পড়ুন: 12000 টাকা সস্তায় কিনুন শক্তিশালী গেমিং ফোন iQOO 12 5G, জানুন নতুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :