Vivo V40 এবং Vivo V40 Pro আজ ভারতে হবে লঞ্চ, Zeiss অপটিক সহ 50MP তিনটি রিয়ার ক্যামেরা ফোনের কত হবে দাম

Vivo V40 এবং Vivo V40 Pro আজ ভারতে হবে লঞ্চ, Zeiss অপটিক সহ 50MP তিনটি রিয়ার ক্যামেরা ফোনের কত হবে দাম
HIGHLIGHTS

Vivo ভারতে আজ Vivo V40 এবং Vivo V40 Pro লঞ্চ করবে

ভিভো ভি40 ফোনটি 35,000 টাকার শুরুর দামে ভারতে লঞ্চ হতে পারে

ভিভো ভি40 সিরিজের ফিচারের কথা বললে, এতে 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা থাকবে

Vivo ভারতের বাজারে তার দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির নতুন ডিভাইসগুলি হবে Vivo V40 এবং Vivo V40 Pro ফোন। আজ 7 অগাস্ট দুপুর 12টায় এই দুটি ফোন ভারতে লঞ্চ হবে। ভিভো ভি40 সিরিজের ফিচারের কথা বললে, এতে 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা থাকবে। আপকামিং ভিভো ভি40 সিরিজের দাম 30000 থেকে 35000 টাকার মাঝে হতে পারে। আসুন জেনে নেওয়া যাক নতুন স্মার্টফোনগুলি কী বিশেষ নিয়ে আসবে।

Vivo V40 এবং Vivo V40 Pro এর দাম কত হবে ভারতে

আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা সহ Nothing Phone 2a Plus এর আজ প্রথম সেল, 2000 টাকা সস্তায় কেনার সুযোগ

Vivo V40 Series স্মার্টফোনে কী থাকবে বিশেষ

সবার প্রথম ফিচারের কথা বললে, আপকামিং ভিভো স্মার্টফোনে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। কোম্পানি Flipkart এর মাধ্যমে আপকামিং ভিভো ফোনের ক্যামেরা ডিটেল শেয়ার করে দিয়েছে। ভিভো ভি40 প্রো ফোনের রিয়ারে 50MP+50MP+50MP তিনটি সেন্সর দেওয়া হবে। সেলফি তোলার জন্য ফোনে 50MP ফ্রন্ট সেন্সর দেওয়া হয়েছে।

ভিভো ভি40 সিরিজের স্মার্টফোনে স্পেসিফিকেশন কী থাকতে পারে

ডিপস্লের কথা বললে, এতে 6.78-ইঞ্চি 1.5K সহ 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে থাকবে।

Vivo V40 Series

প্রসেসর হিসেবে ভিভো ভি40 ফোনে Snapdragon 7 Gen 3 এবং ভিভো 40 প্রো ফোনে MediaTek Dimensity 9200+ থাকতে পারে।

ফটোগ্রাফির ক্ষেত্রে দুটি ফোনের ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। এর সাথে ভিভো ভি40 ফোনে 50MP+50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ভিভো ভি40 প্রো ফোনে 50MP মেইন সহ 50MP টলিফটো এবং 50MP আল্ট্রো ওয়াইড সেন্সর দেওয়া হবে।

পাওয়ার দিতে ভিভো ভি40 ফোনে 5000mAh ব্যাটারি থাকবে এবং ভিভো ভি40 প্রো ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হবে। দুটি ফোনেই 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: Airtel রিচার্জ প্ল্যানে বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন, প্রতিদিন 3 জিবি আনলিমিটেড 5G ডেটা সহ একগুচ্ছ সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo