5000 টাকা সস্তা প্রথম সেলেই! 50MP সেলফি ক্যামেরা সহ Vivo V40 Pro ফোনের বিক্রি শুরু

Updated on 13-Aug-2024
HIGHLIGHTS

Vivo ভারতে V40 Series এর আওতায় vivo V40 এবং Vivo V40 Pro লঞ্চ করেছে

ভিভো ভি40 প্রো 8GB RAM মডেলের দাম 49,999 টাকা

ভিভো ভি40 প্রো ফোনে 50MP ওয়াইড লেন্স, 2x অপটিক্যাল জুম সহ 50MP টেলিফোটো লেন্স এবং তৃতীয় 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে৷ ফ্রন্টে 50MP সেলফি সেন্সর দেওয়া

Vivo সম্প্রতি ভারতে তার নতুন V40 Series লঞ্চ করেছে। নতুন সিরিজে vivo V40 এবং Vivo V40 Pro আনা হয়েছে। কোম্পানি নতুন ডিভাইসগুলি Zeiss-টিউনড ক্যামেরা সহ আসে। এর সাথে অক্টা-কোর প্রসেসর, উন্নত অরা লাইট রিং এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ব্যাটারির মতো ফিচার রয়েছে। ভিভো ভি40 প্রো ফোনের আজ থেকে বিক্রি শুরু করা হয়েছে।

ভারতে Vivo V40 Pro এর দাম

ভিভো ভি40 প্রো স্মার্টফোন দুটি ভ্যারিয়্যান্টে আসে।

  • 8GB + 256GB স্টোরেজ মডেলের দাম 49,999 টাকা
  • 12GB + 512GB মডেলের দাম 55,999 টাকা

ভিভো ভি40 প্রো ফোনটি আজ থেকে Flipkart এবং কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: Made by Google 2024 ইভেন্ট আজ, Google Pixel 9 series সহ লঞ্চ হবে আর কোন প্রোডাক্ট, জানুন ভারতে সময় কখন

অফারের কথা বললে, কোম্পানি যেকোনো ব্যাঙ্ক ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্টে 5600 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে।

ভিভো ভি40 প্রো ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লের কথা বললে, ভিভো ভি40 প্রো ফোনে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এটি HDR10+ সাপোর্ট এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসিংয়ের জন্য স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 9200+ প্রসেসর দেওয়া। এটি 12GB RAM এবং 512GB স্টোরেজের সাথে পেয়ার করা।

ক্যামেরার ক্ষেত্রে, ফোনে 50MP ওয়াইড লেন্স, 2x অপটিক্যাল জুম সহ 50MP টেলিফোটো লেন্স এবং তৃতীয় 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে৷ ফ্রন্টে 50MP সেলফি সেন্সর দেওয়া। এছাড়া চারটি ক্যামেরাই Zeiss দ্বারা অপ্টিমাইজ করা হয়েছে।

পাওয়ার দিতে নতুন ভিভো ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Price Cut: 4500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরা সহ Redmi Note 13 Pro Plus 5G , জানুন নতুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :