Vivo V30e Launched: 50MP সেলফি ক্যামেরা সহ সবচেয়ে পাতলা এবং সস্তা স্মার্টফোন নিয়ে হাজির ভিভো, জানুন দাম কত
Vivo V30 সিরিজের আওতায় কোম্পানি আরেকটি নতুন স্মার্টফোন Vivo V30e ভারতে লঞ্চ করেছে
এই সিরিজের ভিভো ভি৩০ই সবচেয়ে সস্তা ফোন যা 50MP সেলফি ক্যামেরা এবং 5500mAh ব্যাটারি সহ আসে
Realme 2 Pro, Nothing Phone 2a এবং OnePlus Nord CE 4 এর সাথে প্রতিযোগিতা করবে Vivo V30e
Vivo V30 সিরিজের আওতায় কোম্পানি আরেকটি নতুন স্মার্টফোন Vivo V30e ভারতে লঞ্চ করেছে। এই সিরিজের ভিভো ভি৩০ই সবচেয়ে সস্তা ফোন যা 50MP সেলফি ক্যামেরা (50MP Selfie Camera Phone) এবং 5500mAh ব্যাটারি সহ আসে। 30,000 টাকার সেগামেন্টে এই ক্যামেরা ফোকস স্মার্টফোনটি বেশি কিছু ফোনকে টেক্কা দিচ্ছে। বাজারে আগে থেকে থাকা Realme 2 Pro, Nothing Phone 2a এবং OnePlus Nord CE 4 এর সাথে প্রতিযোগিতা করবে এটি।
কোম্পানি তার নতুন ফোনের ক্যামেরায় ফোকস করেছে। আসুন জেনে নেওয়া যাক লেটেস্ট ভিভো ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
Vivo V30e ফোনের দাম কত ভারতে
ভিভো ভি৩০ই ফোনটি 8GB RAM এবং 128GB/256GB স্টোরেজ সহ আনা হয়েছে। ফোনের 8 জিবি সহ 128 জিবি স্টোরেজের দাম 27,999 টাকা। পাশাপাশি, 8 জিবি সহ 256 জিবি মডেলের দাম 29,999 টাকা রাখা হয়েছে।
Crafted for the pro in you, introducing the brand new vivo V30e in the shade, Velvet Red.
— vivo India (@Vivo_India) May 2, 2024
Click the link below to pre-book now & avail exciting offers.https://t.co/YrhxOAei1k#vivoV30e #PROtrait #DesignPro #DelightEveryMoment #BeThePro pic.twitter.com/8iWpqYAxvG
লঞ্চ অফার হিসেবে কোম্পানি HDFC এবং SBI কার্ড পেমেন্ট গ্রাহকদের 3000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। ফোনটি সিল্ক ব্লু এবং ভেলভেট রেড কালার অপশনে কেনা যাবে।
VivoV30e ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ডিসপ্লে: নতুন ভিভো ফোনটি আল্ট্রা-স্লিম 3D কার্ভড ডিসপ্লে সাপোর্ট করে। এতে 6.78 ইঞ্চি ফুলএইচডি+ স্ক্রিন দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য ভিভো স্মার্টফোনে Qualcomm Snapdragon 6 Gen 1 অক্টা-কোর প্রসেসর কাজ করবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া। ফোনের রিয়ারে Aura Light সহ দুটি লেন্স রয়েছে এতে। ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল দেওয়া। সেলফি তোলার জন্য এতে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে এই ফোনে 5500mAh ব্যাটারি রয়েছে। এটি 44W চার্জর সহ আসে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile