Vivo V30 series: প্রিমিয়াম মিড-রেঞ্জের নতুন দুটি ভিভো ফোন আজ হবে লঞ্চ, ক্যামেরা ফিচার হবে দুর্ধর্ষ
Vivo ভারতে আজ অর্থাৎ 7 মার্চ তার প্রিমিয়াম মিড-রেঞ্জ Vivo V30 Series লঞ্চ করবে
এই সিরিজের আওতায় দুটি নতুন ফোন আসবে - Vivo V30 এবং Vivo V30 Pro
দুটি ফোনই 40,000 এর কম দামের সেগমেন্টে আনা হবে
Vivo ভারতে আজ অর্থাৎ 7 মার্চ তার প্রিমিয়াম মিড-রেঞ্জ Vivo V30 Series লঞ্চ করবে। এই সিরিজের আওতায় দুটি নতুন ফোন আসবে – Vivo V30 এবং Vivo V30 Pro । কোম্পানি তার আপকামিং ফোনের ক্যামেরা সিস্টামে বেশি ফোকস করেছে। দুটি ফোনই 40,000 এর কম দামের সেগমেন্টে আনা হবে।
ভিভো সিরিজটি এই দামের রেঞ্জে রেডমি, ওয়ানপ্লাসের মতো অনেক কোম্পানির ফোনের সাথে প্রতিযোগিতা করতে পারে। ভিভো V30 সিরিজটি আজ দুপর 12টায় লঞ্চ করা হবে। ইউজাররা ফোনের লাইভ স্ট্রিমিং কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন।
আরও পড়ুন: Xiaomi 14 India launch: লঞ্চের আগেই শাওমির আপকামিং ফোনের দাম এবং স্টোরেজ মডেল লিক
Vivo V30 Series এর কত হবে দাম ভারতে
টিপস্টার অভিষেক যাদব এর পোস্ট অনুযায়ী, ভিভো V30 ফোনটি 33,999 টাকায় আসততে পারে। পাশাপাশি ভিভো V30 প্রো ফোন 41,999 টাকা দামের সাথে লঞ্চ করা হতে পারে।
Elevate your everyday to extraordinary with the ZEISS Triple main camera. Capture more depth in every frame and breathe life into your portraits.
— vivo India (@Vivo_India) March 6, 2024
Know more. https://t.co/yMYvYk59c4#vivoV30Series #BeThePro #DesignPro #PROtraits pic.twitter.com/Z2SotTkqvF
এই দামের সেগামেন্টে iQOO Neo 9 Pro এবং OnePlus 12R এর মতো আরও অনেক ফোনও রয়েছে, যাদের সাথে প্রতিযোগিতা হতে পারে।
Vivo V30 ফোনে কী থাকবে স্পেসিফিকেশন
ভিভো V30 ফোনের ডিসপ্লেতে 6.78-ইঞ্চি ফুল HD + OLED স্ক্রিন থাকবে। এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হবে।
স্মার্টফোনটি Snapdragon 7 Gen 3 প্রসেসরে কাজ করতে পারে। এটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজের সাথে পেয়ার করা যেতে পারে।
ভিভো V30 Vivo এর নিজস্ব FuntouchOS14-এ কাজ করবে যা Android 14 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে।
ক্যামেরার কথা বললে, এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এটি OIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে আসতে পারে। এই স্মার্টফোনের ফ্রন্টে একটি 50MP অটোফোকাস সেন্সরও থাকবে বলে আশা করা হচ্ছে।
Vivo V30 Pro ফোনে কী থাকবে স্পেসিফিকেশন
ভিভো ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.78-ইঞ্চি ফুল HD+ OLED প্যানেল থাকতে পারে।
প্রসেসরের কথা বললে, এতে MediaTek Dimensity 8200 চিপসেট থাকতে পারে, যা 12GB RAM এবং 512GB স্টোরেজের সাথে পেয়ার করা হবে।
প্রো মডেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে OIS সাপোর্ট সহ 50MP Zeiss Sony IMX816 প্রাইমারি সেন্সর থাকবে। আরেকটি 50MP Sony IMX920 সেন্সর এবং 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফ্রন্টে 50MP Zeiss অটোফোকাস শ্যুটারও থাকবে বলে আশা করা হচ্ছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile