Vivo V30 Pro: 3D কার্ভড ডিসপ্লে এবং Zeiss ক্যামেরা সহ এই দিন লঞ্চ হবে ভিভো ফোন

Vivo V30 Pro: 3D কার্ভড ডিসপ্লে এবং Zeiss ক্যামেরা সহ এই দিন লঞ্চ হবে ভিভো ফোন
HIGHLIGHTS

Vivo চলতি মাসে তার নতুন ফোন Vivo V30 Pro লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে

ভিভো V30 প্রো ফোনটি 28 ফেব্রুয়ারী থাইল্যান্ডে লঞ্চ করা হবে

ভিভো নিশ্চিত করেছে যে আপকামিং ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 3D কার্ভড ডিসপ্লে অফার করা হবে

Vivo চলতি মাসে তার নতুন ফোন Vivo V30 Pro লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনটি Vivo V30 মডেল লঞ্চের কয়েক সপ্তাহ পরেই আসতে চলেছে। কোম্পানি তার নতুন ফোনটি 28 ফেব্রুয়ারি লঞ্চ করবে।

ভিভো কোম্পানি নিশ্চিত করেছে যে আপকামিং ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 3D কার্ভড ডিসপ্লে অফার করা হবে। শুধু তাই নয় ভিভো ফোনের তিনটি ক্যামেরাটি Zeiss লেন্সের সাথে পেয়ার করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক Vivo V30 Pro ফোনে বিশেষ কী থাকবে।

আরও পড়ুন: প্রিমিয়াম ডিজাইন এবং 5000mAh ব্যাটারি সহ আজ আসবে Moto G04, লঞ্চের আগেই জানুন ফিচার

Vivo V30 Pro কবে হবে লঞ্চ

Vivo V30 Pro
আপকামিং ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 3D কার্ভড ডিসপ্লে অফার করা হবে

ভিভোর ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ অনুযায়ী, ভিভো V30 প্রো ফোনটি 28 ফেব্রুয়ারী থাইল্যান্ডে লঞ্চ করা হবে। গ্রাহকরা আর্লী বর্ড প্রোগ্রাম এর আওতায় স্মার্টফোনটি প্রিঅর্ডার করতে পারবেন। সাইট থেকে জানা গিয়েছে যে ফোনটি 3 কালার অপশনে আসবে – গ্রিন সি, নাইট স্কাই ব্ল্যাক এবং পার্ল হোয়াইট।

Upcoming Vivo Phone-এ কী থাকবে স্পেসিফিকেশন

Vivo V30 series with ZEISS co-engineered camera system could launch in India next month: Know more
ভিভো V30 প্রো ফোনটি 28 ফেব্রুয়ারী থাইল্যান্ডে লঞ্চ করা হবে

কোম্পানি ল্যান্ডিং পেজে স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। ফোনে প্রাইমারি সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেল সেন্সর থাকবে এবং 3টি ক্যামেরায় Zeiss লেন্স দেওয়া হবে। ফোনের ক্যামেরা মডিউলের নীচে একটি ‘অরা’ লাইট পাওয়া যাবে। কোম্পানির মতে, এতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 3D কার্ভড ডিসপ্লে রয়েছে।

সম্প্রতি একজন টিপস্টার ভিভো V30 প্রো ফোনের একটি লিক পোস্ট করেছে। ভিভো ফোনে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। লিক অনুযায়ী, আপকামিং ফোনে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকতে পারে। ফোনে পাওয়ার দিতে 80W চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি পাওয়া যাবে।

আরও পড়ুন: Redmi A3 Launched: প্রিমিয়াম ফিচার এবং 12GB পর্যন্ত RAM সহ রেডমি ফোন লঞ্চ, দাম 7000 টাকা থেকে শুরু

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo