Vivo V29e Launched: ক্রিস্টাল ব্য়াক ডিজাইন এবং 50MP সেলফি ক্যামেরা সহ ভারতে এন্ট্রি নিল ভিভো ফোন, বাজেট প্রাইসে Oneplus কে টেবে টেক্কা

Vivo V29e Launched: ক্রিস্টাল ব্য়াক ডিজাইন এবং 50MP সেলফি ক্যামেরা সহ ভারতে এন্ট্রি নিল ভিভো ফোন, বাজেট প্রাইসে Oneplus কে টেবে টেক্কা
HIGHLIGHTS

Vivo V29e ফোনটি ভারতীয় স্মার্টফোন বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে

নতুন ভিভো স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে কেনা যাবে। এতে 8GB RAM+ 128GB স্টোরেজ এবং 8GB RAM+256GB স্টোরেজ মডেল আনা হয়েছে

128GB স্টোরেজ সহ ফোনটি 26,999 টাকায় এবং 256GB স্টোরেজ মডেলটি 28,999 টাকায় কেনা যাবে

Vivo V29e ফোনটি ভারতীয় স্মার্টফোন বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে। লেটেস্ট ফোনে 50MP সেলফি ক্যামেরা সহ একাধিক দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটি বাজেট প্রাইসে ভারতীয় বাজারে OnePlus এবং Realme ফোনকে টেক্কা দেবে। আসুন জেনে নেওয়া যাক কী ফিচার এবং কত দামে কেনা যাবে এই ফোন।

Vivo V29e এর দাম কত এবং কী অফার রয়েছে ফোনে

নতুন ভিভো স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে কেনা যাবে। এতে 8GB RAM+ 128GB স্টোরেজ এবং 8GB RAM+256GB স্টোরেজ মডেল আনা হয়েছে। 128GB স্টোরেজ সহ ফোনটি 26,999 টাকায় এবং 256GB স্টোরেজ মডেলটি 28,999 টাকায় কেনা যাবে।

ফোনের প্রিবুকিং আজ থেকে শুরু করে দেওয়া হয়েছে। ফোনটি ই-কমার্স সাইট Flipkart, Vivo এর অফিসিয়াল সাইট এবং রিটেল স্টোর থেকে 7 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে।

লঞ্চ অফারের আওতায় ফোন কোম্পানি HDFC কার্ড এবং SBI কার্ড পেমেন্টে 2500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া 2000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ অফারও থাকবে ফোনে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by vivo India (@vivo_india)

Vivo V29e এর স্পেসিফিকেশন

Vivo এর লেটেস্ট ফোনটি দুর্দান্ত এবং স্টাইলিশ ডিজাইনে সহ অফার করা হয়েছে, যা ডায়মন্ড কাড ক্রিস্টাল ব্যাক প্যানেল সাপোর্ট করে। ফোনটি এই ডিজাইনের সাথে এক হাতে সহজে ব্যবহার করা যাবে।

ডিসপ্লের কথা বললে, Vivo V29e ফোনে 6.78-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে সহ 1080×2400 পিক্সেল রেজোলিউশন অফার করা হয়েছে। এছাড়া, ডিসপ্লেতে 120Hz রিফেশ রেট এবং 1300 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

ফোনে পাওয়ার দিতে অক্টা-কোর কোয়ালকম Snapdragon 695 টিপসেট দেওয়া, যা 8GB পর্যন্ত RAM এর সাথে পেয়ার করা হয়েছে।

যেমনটি আগেই আমরা জানিয়েছি যে এতে দুটি স্টোরজে অপশন দেওয়া – 128GB এবং 256GB। ফোনের স্টোরেজটি মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে।

Yess! #TheMasterpiece is finally here. And you can now #DelightEveryMoment of yours by pre-booking now!. Guess what, you’re getting a 10% cashback too.

Know more: https://t.co/HeS2bZ21zo#vivoV29e #ThePortraitMasterpiece #TheDesignMasterpiece pic.twitter.com/PSKi11sdfm

— vivo India (@Vivo_India) August 28, 2023

Vivo V29e ফোনটি Android 13 অপারেটিং সিস্টামে কাজ করবে, যা কোম্পানির নিজস্ব FunTouch OS 13 এর সাথে পেয়ার করা।

ফটোগ্রাফির জন্য মিড-রেঞ্জ Vivo স্মার্টফোনে ডুয়াল রিয়ার-ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছ, যা 64MP মেইন সেন্সর এবং একটি 8MP সেকেন্ডারি ক্যামেরা সহ আসে। সেলফি সেন্সর হিসেবে রয়েছে 50MP ক্যামেরা দেওয়া।

Vivo V29e ফোনে 500mAh ব্যাটারি দেওয়া যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo