জানা গিয়েছে আগামী 17আগস্ট ভারতে আসতে চলেছে ভিভোর এই ফোন
এই ফোনে থাকবে 68 মেগাপিক্সেলের একটি ক্যামেরা
Vivo V সিরিজের নতুন ফোন শীঘ্রই আসতে চলেছে ভারতে। এই ফোনটির নাম হচ্ছে Vivo V25 Pro। সূত্রের খবর অনুযায়ী 17 আগস্ট ভিভো এর এই নতুন ভারতে আসবে।এই ফোনটির বিশেষত্ব কী জানেন? এর কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, যার অর্থ এই ফোনের পিছন দিকের অংশে রং পরিবর্তন হবে। জানা গিয়েছে এই ফোনটির সঙ্গে Vivo V25 ভ্যানিলা মডেলের সঙ্গে Vivo V25 ফোনটিও লঞ্চ হতে পারে। তবে এরই মধ্যে Vivo V25 ফোনটির ছবি প্রকাশ্যে চলে এসেছে। আর সেই ছবি দেখেই মনে হচ্ছে এই ফোনটি সোনালি রঙে লঞ্চ হতে পারে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে যে তাও বোঝা গেছে। সঙ্গে LED ফ্ল্যাশ থাকবে।
Vivo V25 Pro
এই ফোনে থাকবে থ্রিডি কার্ভড ভার্সন স্ক্রিন থাকবে যাতে 120Hz রিফ্রেশ রেট রয়েছে। এছাড়া এই ফোনে Mediatek Dimensity 1300 প্রসেসর থাকতে পারে বলেই জানা গিয়েছে। এছাড়া একটি 4830mAh ব্যাটারি থাকবে বলেই খবর। ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপে প্রাইমারি ক্যামেরায় থাকবে 68 মেগাপিক্সেলের সেন্সর। Vivo V25 Pro ফোনটিতে 8GB RAM আছে বলেই জানা গিয়েছে সঙ্গে থাকবে Full HD+ ডিসপ্লে। এছাড়া ওয়াটার ড্রপ স্টাইলের নচ, অ্যান্ড্রয়েড 12 সাপোর্টও থাকবে। Flipkart এ এই ফোনের নাম দেখা গিয়েছে। তার মানে এই ফোনটি লঞ্চের পর ফ্লিপকার্ট থেকেই বিক্রি হবে।
Vivo V25
এই ফোনেও থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। Vivo V25 ফোনটিও সোনালি রঙে বাজারে আসবে। এছাড়া আগে জানা গিয়েছিল এই ফোনটি ডায়মন্ড ব্ল্যাক এবং সানরাইজ গোল্ড রঙেও লঞ্চ হবে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে এইকই সঙ্গে ফ্ল্যাট ফ্লেম ডিজাইন এবং LED ফ্ল্যাশ থাকবে। 6.62 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে এই ফোনটিতে। Qualcomm Snapdragon 778G প্রসেসর অথবা MediaTek Dimensity 1200 প্রসেসর থাকতে পারে। সঙ্গে থাকবে 4500 mAh ব্যাটারি সহ 44 অথবা 66W ফাস্ট চার্জিং এর সুবিধা থাকতে পারে।