IPL 2020 র আগেই এই দুই ভিভো ফোন আসবে

IPL 2020 র আগেই এই দুই ভিভো ফোন আসবে
HIGHLIGHTS

ভিভো নতুন বছরে V19 আর V19 Pro লঞ্চ করবে

V17 সিরিজ ভারতে বিক্রি হচ্ছে

সামনের বছর ভিভো ভারতে IPL 2020 শুরুর আগে তাদের V17 সিরিজের পরের জেনারেশানের দুই ফোন Vivo V19 আর Vivo V19 Pro লঞ্চ করতে পারে। 91mobiles অনুসারে 23 মার্চের আগে Vivo V19 আর Vivo V19 Pro লঞ্চ করা হতে পারে। আর এই দুটি স্মার্টফোন IPL চলার সময়ে প্রোমোট করা হতে পারে।

রিপোর্ট অনুসারে Vivo V19 আর Vivo V19 Pro ফোন দুটির স্পেক্সের বিষয়ে এখনও জানা জায়নি। আর এই জন্য এই খবরটিকে এখনই সম্পূর্ণ ভরসা করা জায়না। আর এই সময়ে ভিভো তাদের V17 সিরিজ ভারতে বিক্রি করছে। V17 Pro র পরে কোম্পানি V17 স্মার্টফোনটিও ভারতে লঞ্চ করেছে।

V17 ফোনটি যদি আমরা দেখি তবে দেখা যাবে যে Vivo V17 ফোনে আছে 6.44 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে যে স্ন্যাপড্র্যাগন 675 AIE প্রসেসারের সঙ্গে আসবে। আর এর সঙ্গে এই ফোনে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ থাকবে যা স্ন্যাপড্র্যাগন কার্ডের সঙ্গে থাকবে।

Vivo V17 ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ফানটাচ OS 9.2 তে কাজ করে। আর এই ফোনটি মিডনাইট ব্ল্যাক আর গ্লেশিয়ার হোয়াইট কালারে কেনা যাবে। আর এই ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর ফোনে আছে 48MP র মেন ক্যামেরার সঙ্গে 8Mp র ক্যামেরা আর দুটি 2MP র ক্যামেরা। ফোনের ফ্রন্টে আছে 32 মেগাপিক্সালের ক্যামেরা।

র‍্যেয়ার ক্যামেরাতে আল্ট্রা স্টেবেল ভিডিও অপশান আছে আর এর সঙ্গে এই ডিভাইসটি AI HDR Pro মোডে আছে। আর নাইট শটের জন্য শট ভাল করার জন্য ফোনে সুপার নাইট মোড আছে। Vivo V17 ফোনে 4500mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোন 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo