Vivo V15 Pro আর Honor View 20 ফোন দুটির স্পেক্সের তুলনা
Vivo V15 Pro ফোনটি ভারতে 32MP র পপ আপ ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে আর এই ফোনের সঙ্গে আজকে আমরা Honor View 20 ফোনের তুলনা করে দেখব
দীর্ঘ দিন পরে অবশেষে Vivo V15 Pro ফোনটি ভারতে 28,990 টাকায় লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Vivo NEX য়ের পরে কোম্পানির দ্বিতীয় ডিভাইস যা পপ আপ ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের ব্যাকে ট্রিপেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর আজকে আমরা এই ফোনের সঙ্গে Honor View 20 ফনেরত তুলনা করে দেখব। এই ফোনটি কিরিন 980 অক্টা কোর আর 25MP ফ্রন্ট ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর আসুন দেরি না করে এই দুই ফোনের স্পেক্সের তুলনা করে দেখি।
সবার আগে এই দুটি ফোনের ডিসপ্লে স্ক্রিনের কথা বলা যাক। Vivo V15 Pro ফাইন 6.39 ইঞ্চির ডিসপ্লে 2340×1080 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে পাওয়া যাচ্ছে। আর সেখানে Honor View 20 ফোনটিতে আপনারা 6.39 ইঞ্চির স্ক্রিন পাবেন আর এর রেজিলিউশান 2310×1080 পিক্সাল।
পার্ফর্মেন্সের ক্ষেত্রে vivo V15 Pro ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 প্রসেসার পাবেন আর যা 6GB র্যাম আর 128GB স্টোরেজে পাওয়া যাচ্ছে। আর এই ফোনের স্টোরেজকে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর সেখানে Honor View 20 ফোনে আপনারা কিরিন 980 অক্টা কোর প্রসেসার পাবেন আর যা 6GB র্যাম আর 128GB স্টোরেজ যুক্ত।
ক্যামেরার ক্ষেত্রে Vivo V15 pro ফোনটিতে আপনারা 32MP র পপ আপ ফ্রন্ট ক্যামেরা পাবেন আর এর সঙ্গে ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে 48MP+8MP+5MP র ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে Honor View 20 ফোনে আপনারা 25MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন আর সেখানে এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 48MP+TOF ক্যামেরা আছে।
Honor View 20 ফোনটি ভারতে 37,990 টাকায় কেনা যাবে আর এর সঙ্গে Vivo V15 Pro ফোনটি ভারতে 28,990 টাকায় কেনা যাবে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।