পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে, ট্রিপেল ক্যামেরা যুক্ত Vivo V15 লঞ্চ হল, দাম 23,990 টাকা

Updated on 22-Mar-2019
HIGHLIGHTS

Vivo V15 ফোনটির আগে কোম্পানি ভারতে Vivo V15 Pro ফোন লঞ্চ করেছে আর এই ফোনটিও ট্রিপেল রেয়ার ক্যামেরা আর পপ আপ সেলফি ক্যামেরা যুক্ত

হাইলাইট

  • 32MP পপ সেলফি ক্যামেরা যুক্ত ফোন
  • ট্রিপেল ক্যামেরা সেটআপ আছে
  • 1 এপ্রিল এই ফোনটি কেনা যাবে

 

গত মাসে ভারতে ভিভো তাদের Vivo V15 Pro ফোনটি লঞ্চ করেছিল আর এই ফোনটির পরে আজকে কোম্পানি ভারতে তাদের Vivo V15 ফোনটি লঞ্চ করেছে। আর এই ফোনের প্রধান বৈশিষ্ট্য এর পপ আপ সেলফি ক্যামেরা আর এর ট্রিপেল ক্যামেরা সেটআপ, বড় ব্যাটারি আর ডিসপ্লের সঙ্গে মিডিয়াটেক হেলিও P70 চিপসেটের সঙ্গে এই ফোনটি এসেছে। আর এই ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে এসেছে আর তা হল রয়াল ব্লু, ফ্রোজেন ব্ল্যাক আর গ্ল্যামার রেড আছে।

Vivo V15 ফোনটির দাম আর অফার

Vivo V15 ফোনটির দাম 23,990 টাকা। আর এই ফোনটি ভিভো ইন্ডিয়া ই স্টোর, অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট, পেটিএম মল আর অন্যান্য অফলাইন চ্যানেলে বিক্রি করা হবে। আর এই সেল 1 এপ্রিল শুরু হবে। লঞ্চ অফারে কোম্পানি Vivo V15 ফোনটিকে বাজাজ ফিনান্সের EMI র মাধ্যমে কিনলে 10,000 টাকার এক্সচেঞ্জ অফার আর SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে এটি পাঁচ শতাংশ ক্যাশব্যাকে কেনা যাবে।

ইউজার্সরা 1,599 টাকার EMI আর 5% এক্সট্রা ক্যাশব্যাক পেতে পারবেন। Vivo র সঙ্গে রিলায়েন্স জিও চুক্তি করেছে আর এতে ইউজার্সরা 10,000 টাকার সুবিধা পয়াচ্ছেন আর জিও ভিভো ক্রিকেট অফারের অন্তর্গত এটি। আর এর সঙ্গে ইউজার্সরা 3.3TB পর্যন্ত 4G ডাটা পাবেন আর Vivo V15 ফোনের এস্কচেঞ্জ অফারের সঙ্গে 2,000 টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পাওয়া যাবে।

Vivo V15 ফোনের স্পেসিফিকেশান

Vivo V15 ফোনটিতে আপনারা 6.53 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর রেজিলিউশান 2340×1080 পিক্সাল আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এইফ অনে মিডিয়াটেক হেলিও P70 অক্টা কোড় চিপসেট আর 6GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হেয়ছে। আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

এই স্মার্টফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরাতে 12মেগাপিক্সলাএর প্রাইমারি সেন্সার f/1.78 অ্যাপার্চার আর 8MP র সেকেন্ডারি সেন্সার f/2.2 অ্যাপার্চারের সঙ্গে দেওয়া হেয়ছে আর এই ফোনের তৃতীয় 5মেগাপিস্কালের ক্যামেরা f/2.4 অ্যাপার্চারের সঙ্গে এসেছে। আর এই ফোনে Vivo 32MP র ফ্রন্ট ক্যামেরা দিয়েছে যা f/2.0 অ্যাপার্চারের।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর Funtouch OS 9 য়ে কাজ করে। আর এই ফোনে 4G LTE, Wi-Fi,  ব্লুটুথ, v4.2, GPS/ A-GPS, FM রেডিও ,মাইক্রো USB OTG সাপোর্ট আর 3.5mm হেডফোন জ্যাকের জায়গা দেওয়া হয়েছে। আর এই ফোনে 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :