VIVO V15 ফোনটির দাম 2,000 টাকা কমেছে

Updated on 25-Apr-2019
HIGHLIGHTS

VIVO V15 ফোনটি এবার 21,990 টাকায় কেনা যাবে

এই ফোনটি ফ্লিপকার্ট, অ্যামাজন আর ভিভো অনলাইন স্টোরে লিস্টেড

ফোনটি 23,990 টাকায় লঞ্চ হয়েছিল

এই বছর ফেব্রুয়ারি মাসে VIVO V15 Pro স্মার্টফোনটি লঞ্চ হয়েছিল আর এক মাস পরে কোম্পানি VIVO V15 ফোনটি লঞ্চ করে। আর এই স্মার্টফোনটি কোম্পানি 23,990 টাকায় লঞ্চ করেছিল আর এই ফোনটির দাম এবার 2,000 টাকা কমে গেছে। আর এবার আপনারা এই ফোনটি 21,990 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনটি অনলাইন স্টোর ফ্লিপকার্ট, অ্যামাজন আর অন্যান্য রিটেল চ্যানেলে নতুন দামের সঙ্গে লিস্টেড আছে। আর ভারতে এউই ডিভাইসের দাম এর আগেই কমেছে। আর এবার এই ফোনটির দামের এই পরিবর্তন পার্মানেন্ট কিনা তা জানা যায়নি।

VIVO V15 ফোনটির স্পেসিফিকেশান

VIVO V15 ফোনটিতে আপনারা 6.23 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ফোনের রেজিলিউশান 2340×1080 পিক্সাল। আর এই ফোনটির অ্যাস্পেক্ট রেশিও 19:5;9। আর এই ফোনটি কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত। VIVO V15 ফোনে মিডিয়াটেক হেলিও P70 আছে আর এই ফোনটি 2.1GHz ক্লকড আর মালি -G72 MP3 GPU, 6GB র‍্যাম আর  64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। আর এই ফোনটিতে আপনারা স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন।

এই স্মার্টফোনটির বৈশিষ্ট্য এর ক্যামেরা সেটআপ। আর এই ফোনের ব্যাকে ট্রিপেল ক্যামেরা সেটআপ দেওয়া হেয়ছে আর এর মধ্যে একটি 12মেগাপিক্সালের প্রাইমারি সেন্সার আছে আর এর অ্যাপার্চার f/1.78 আর এই ফোনটির 8 মেগাপিক্সালের সেকেন্ডারি সেন্সারের অ্যাপার্চার f/2.4 আর এই ফোনটির তৃতীয় সেন্সার 5 মেগাপিক্সালের এর অ্যাপার্চার f/2.4। আর এই ফোনটির ফ্রন্টে কোম্পানি একটি f/2.0 অ্যাপার্চারের 32MP র ক্যামেরা দিয়েছে।

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই যুক্ত আর এই ফোনটি Funtouch OS 9 য়ে কাজ করে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G LTE, Wi-Fi, ব্লুটুথ v4.2, GPS/ A-GPS, FM রেডিও আছে। আর এই ফোনে একটি 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :