Vivo V11 ফোনটির দাম 2,000 টাকা কমেছে

Updated on 09-Oct-2018
HIGHLIGHTS

Vivo V11 মোবাইল ফোনটির দাম22,900 টাকার বদলে 20,900 টাকায় কেনা যাবে

Vivo V11 ফোনটি ভারতে কিছুদিন আগেই লঞ্চ করা হয়েছিল। আর এবার এই ফোনটির দাম 2,000 টাকা কমে গেল। আর এই ফোনটি এবার এই ডাম কমার পরে 22,900 টাকার বদলে 20,900 টাকায় কেনা যাবে। আর এই ফোনটির এফেক্টিভ প্রাইস অ্যামাজন ইন্ডিয়া আর রিটেল স্টোরে পাওয়া যাবে তবে ফ্লিপকার্টে আর ভিভো স্টোরে এই ফোনটির দাম লঞ্চ প্রাইসের দামই রাখা হয়েছে।

Vivo V11 ফোনটিতে একটি 6.3 ইঞ্চির IPS LCD ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর মানে এই যে এতে অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনটিতে একটি সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এর ফলে এই ফোনটিতে কোম্পানি এক্রতি ইন ডিপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে। এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও P60 চিপসেট 6GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাচ্ছে। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

আমরা যদি এই ফোনটির ক্যামেরা দেখি তবে দেখা যাবে যে এই ফোনটি 16MP+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে 25MP র সেলফি ক্যামেরা যুক্ত। এই ক্যামেরাতে HD, PPT প্রফেশানাল স্লো টাইম ইত্যাদি অনেক অপশান আছে।

Connect On :