ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত Vivo V11 স্মার্টফোনটি ভারতে লঞ্চ হল, দাম 22,990 টাকা

ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত Vivo V11 স্মার্টফোনটি ভারতে লঞ্চ হল, দাম 22,990 টাকা
HIGHLIGHTS

লেটেস্ট Vivo V11 স্মার্টফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে দেখা যেতে পারে, আর এছাড়া এটি IPS LCD ডিসপ্লে আর ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত

Vivo তাদের V সিরিজের নতুন স্মার্টফোন Vivo V11 ভারতে লঞ্চ করে দিয়েছে, এটি কিছু দিন আগে লঞ্চ হওয়া V11 Pro ফোনের ডাউংরেটেড ভার্সান। Vivo V11 য়ের তুলনায় Vivo V11 Pro ফোনটির পার্থক্য থাকলেও। যদিও এই দুটি ফোনে দামের মধ্যে বেশি পার্থক্য নেই। আর Vivo V11 ফোনটির ভারতে দাম 22,990 টাকা। আর এই ফোনটি মিডিয়াটেক হেলিও P60 চিপসেট, 6Gb র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত। আর এই ফোনটিও হ্যালো ফুল ভিউ ডিসপ্লে যুক্ত আর এই ফোনের টপে ওয়াটার পাওয়ার ড্রপ আছে। Vivo V11 ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা আর 25Mp র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo V11 য়ের স্পেসিফিকেশান

ভিভো V11 ফোনটিতে 6.3 ইঞ্চির IPS LCD ফুল HD+ ডিসপ্লে আছে আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। V11 Pro ফোনটি সুপার AMOLED স্ক্রিন যুক্ত আর তাই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। V11 Pro আর V11 ফোন দুটির প্রধান পার্থক্য এদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের। Vivo V11 ফোনে মিডিয়াটেল হেলিও P60 চিপসেট, 6GB র‍্যাম আর 64Gb ইন্টারনাল স্টোরেজ আছে আর এই স্টোরেজকে মাইক্রো SD কার্ডের মধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর V11 Pro ফোনটিতে কোয়াল্কাম স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট, 6Gb র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

V11 Pro ফোনটির মতন লেটেস্ট V11 ফোনেও 16MP+5MPর রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই ফোনে একটি 25MP র ফ্রন্ট ক্যামেরাও আছে। এই ফোনে AI নির্ভর সেলফি, বোখে, পাম ক্যাপচার সহ একাধিক ফিচার দেওয়া হেয়ছে।

Vivo V11 য়ের দাম আর লঞ্চ অফার

Vivo V11 ফোনটি স্টেরি নাইট ব্ল্যাক আর নেবুলা পার্পেল কালারে 22,990 টাকায় কেনা যাবে। আর এর সেল 27 সেপ্টেম্বর মিড নাইটে ফ্লিপকার্টে আর ভিভো ইন্ডিয়ার ই-স্টোরে হবে আর সব অফলাইন চ্যানেলেও এই ফোনটি কেনা যাবে। এটি সম্পূর্ণ ভাবে একটি মিড রেঞ্জ প্রোডাক্ট হবে।

Vivo Paytm, HDFC,ফ্লিপকার্ট ইত্যাদির সঙ্গে চুক্তি করেছে। আর যে ইউজার্সরা অফালাইন স্টোর বা Paytm মল QR কোডের মাধ্যমে ডিভাইসটি কিনতে পারবেন আর এটি তারা 2,000টাকার পেটিএম ক্যাশব্যাক কুপন পাবেন। আর এর সঙ্গে HDFC ক্রেডিট আর ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে এর ওপর ফ্ল্যাট 2,000টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo