VIVO র নতুন ফোনে স্ন্যাপড্র্যাগন 675 আর ট্রিপেল রেয়ার ক্যামেরা থাকতে পারে

Updated on 21-Oct-2019
HIGHLIGHTS

ওয়েবোর একটি টিজার অনুসারে ফোনে স্ন্যাপড্র্যাগন 675 থাকবে

আর এর সঙ্গে এই ফোনে ট্রিপেল ক্যামেরা সেটআপ থাকবে

ফোনে একটি রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে

ভিভোর একটি নতুন স্মার্টফোন টিজ করা হয়েছে আর এই ফোনটি ওয়েবোতে টিজ করা হয়েছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 চিপসেট থাকবে আর এর সঙ্গে এই ফোনে একটি ট্রিপেল ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর কোম্পানি চিনে এই ফনড়ি নিয়ে একটি টিজার এনেছে সেখানে এই ফোনের ডিজাইন দেখা গেছে।

আমরা এই টিজারের ছবি যদি দেখা যায় তবে দেখা যাবে যে এই ভিভো স্মার্টফোনে স্ন্যাপড্র্যাগন 675 থাকবে আর এর সঙ্গে এই ফোনে একটি ট্রিপেল ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর ফোনের রেয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।

এই ফোনের ছবি যদি দেখি তবে এই ফোনে আপনারা একটি ব্লু কালারের ডিজাইন পাবেন আর এই ফনে একটি S  শেপড গ্রেডিয়েন্ট প্যানেল আছে। আর এর সঙ্গ এই ফোনে আপআন্রা ভলিউম রকার আর পাওয়ার বটন পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা মাইক্রো USB পোর্ট আর একটি 3.5mm হেডফোন জ্যাক পাবেন।

পরবর্তী এই ভিভো ফোনে আপনারা আর কি পাবেন সেই বিষয়ে এখনও কিছু জানা জায়নি। আর এই ফোনটি হয়ত একটি বাজেট ফোন হিসাবে আসবে।কারন এই ফোনে USB C পোর্ট নেউ আর এই ফোনে আপনারা পাবেন মাইক্রো USB পোর্ট। আর এইউ ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 পাবেন।

Connect On :