ভারতে সবে গত সপ্তাহে ভিভো তাদের U সিরিজের নতুন ফোন Vivo U20 লঞ্চ করেছে। আর এই ফোনটি আজকে দুপুর 12টার সময়ে অ্যামাজনে বিক্রি করা হবে। মানে আজ এই ফোনটির প্রথম সেল হচ্ছে।
ভারতে VIVO U20 র দাম আর সেল ডিটেল
ভারতে এই Vivo U20 ফোনটি একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটির 4GB র্যাম আর 64GB স্টোরেজ মডেলের দাম 10,990 টাকা রাখা হয়েছে। আর এই ফোনের 6GB র্যাম আর 64GB স্টোরেজের দাম 11,990 টাকা বলা হয়েছে।
আর এই ফোনট্রি সঙ্গে আপনারা 1000 টাকার প্রিএপড পারচেস অফার পাবেন। আর এই ফোনে আছে সঙ্গে 6 মাসের জন্য নো কস্ট EMI অফার পাওয়া যাচ্ছে।
VIVO U20 ফোনের স্পেক্স আর ফিচার্স
এই Voivo U20 ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ফানটাচ OS 9 পাবেন। আর এই ফোনে আছে 6.3 ইঞ্চির ডিসপ্লে। এইফোনে আপনারা পাবনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 আর এই ফোনে আপনারা পাবেন 6GB পর্যন্ত র্যাম।
এই ফোনের ক্যামের যদি দেখি তবে ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা যা 16MP+8MP+2MP র ক্যামেরা অফার করে। আর এই ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।/ ফোনে আছে একটি 5000mAh য়ের ব্যাতারি যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনে আপনারা এর সঙ্গে পাবেন 256GB পর্যন্ত মেমারি এক্সপেন্ডের সুযোগ।
ফোনটি 4GB র্যাম আর 64Gb স্টোরেজ আর 6GB র্যাম 64GB স্টোরেজে লঞ্চ করা হয়েছে।
এই ফোনের প্রাথমিক দাম 10,999 টাকা। ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 য়ের সঙ্গে লঞ্চ হয়েছে। আর এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা।