VIVO U20 ভারতে 5000mAH য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ হল

VIVO U20 ভারতে 5000mAH য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

Vivo U20 ফোনের প্রাথমিক দাম 10,999 টাকা রাখা হয়েছে

এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 আছে

ভারতে অবশেষে ভিভো তাদের Vivo U20 ফোনটি লঞ্চ করে দিয়েছে। আর এই ফোনটি মাস দুয়েক আগে লঞ্চ হওয়া Vivo U10 য়ের পরের জেনারেশানের ফোন হিসাবে এসেছে। আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা।

ভারতে Vivo U20 র দাম আর সেল ডিটেল

ভারতে এই Vivo U20 ফোনটি একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটির 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ মডেলের দাম 10,990 টাকা রাখা হয়েছে। আর এই ফোনের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম 11,990 টাকা বলা হয়েছে। এই ফোনটি 28 নভেম্বর দুপুর 12টার সময়ে অ্যামাজনে কেনা যাবে। আর এই ফোনট্রি সঙ্গে আপনারা 1000 টাকার প্রিএপড পারচেস অফার পাবেন। আর এই ফোনে আছে সঙ্গে 6 মাসের জন্য নো কস্ট EMI অফার।

Vivo U20 ফোনের স্পেক্স আর ফিচার্স

এই Voivo U20 ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ফানটাচ OS 9 পাবেন। আর এই ফোনে আছে 6.3 ইঞ্চির ডিসপ্লে। এইফোনে আপনারা পাবনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 আর এই ফোনে আপনারা পাবেন 6GB পর্যন্ত র‍্যাম।

এই ফোনের ক্যামের যদি দেখি তবে ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা যা 16MP+8MP+2MP র ক্যামেরা অফার করে। আর এই ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।/ ফোনে আছে একটি 5000mAh য়ের ব্যাতারি যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনে আপনারা এর সঙ্গে পাবেন 256GB পর্যন্ত মেমারি এক্সপেন্ডের সুযোগ।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo