ওয়াটার ড্রপ নচে ডিসপ্লের সঙ্গে Vivo U1 ফোনটি চিনে লঞ্চ হল

ওয়াটার ড্রপ নচে ডিসপ্লের সঙ্গে Vivo U1 ফোনটি চিনে লঞ্চ হল
HIGHLIGHTS

Vivo চিনে তাদের নতুন বাজেট ফোন লঞ্চ করেছে আর যা কোম্পানির U সিরিজের প্রথম স্মার্টফোন, Vivo U1 ফোনটি তিনটি ভেরিয়েন্টে এসেছে

Vivo তাদের U সিরিজের প্রথম স্মার্টফোন Vivo U1 চিনে লঞ্চ করেছে। আর এই হ্যান্ডসেটটি ওয়াটার ড্রপ নচের সঙ্গে এসেছে আর তিনটি আকর্ষণীয় গ্রেডিয়েন্ট ফিনিশিংয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে এই ফোনটির প্রাথমি দাম RMB 799 ।

Vivo U1 ফোনটিতে 6.2 ইঞ্চির LCD HD+ ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 1520×720পিক্সাল। আর ডিসপ্লের চার দিকে পাতলা বেজেল আছে যা 88.6 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও অফার করে। Vivo U1 ফোনের মেজারমেন্ট 155.11×75.09×8.28mm আর এর ওজন 163.5 গ্রাম।

Vivo U1 ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 439, 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এটি মাইক্রো SD কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়। আর এই স্মার্টফোনে 4,030mAH য়ের ব্যাটারি আছে।

আমরা যদি এই Vivo U1 ফোনটির ক্যামেরার বিষয়ে বলি তবে এই ফোনের ফ্রন্টে 8MP র সেলফি ক্যামেরা আছে যা f/2.0 অ্যাপার্চার যুক্ত। আর এই ফোনের ব্যাকে LED ফ্ল্যাশের সঙ্গে 13+2 মেগাপিস্কালের ডুয়াল ক্যামেরা দেওয়া হেয়ছে আর প্রাইমারি সেন্সারের অ্যাপার্চার f/2.0 আর এই ফোনের সেকেন্ডারি সেন্সার f/2.2 ডুয়াল অ্যাপার্চার যুক্ত। আর ছবি তোলার জন্য Vivo U1 ফোনটিতে প্যানোরমা, বিউটি মোড, পোট্রেড মোড আর AR স্টিকার আছি।

Vivo U1 ফোনটি ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে স্ক্যান করা অথেন্টিকেশানের জন্য এটি ব্যাবহার করা যায়। আর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর সঙ্গে FunTouch OS 4.5 UI যুক্ত। আর এই Vivo ফোনে Jovi AI অ্যাসিস্টেন্সও আছে।

Vivo U1 ফোনটি চিনে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসের একটি ভেরিয়েন্ট 3GB র‍্যাম আর অন্যটি 32GB র‍্যামেরা আর অন্যটি 3GB র‍্যাম আর 64GB স্টোরেজ আর এর সঙ্গে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ। আর এই ভেরিয়েন্ট গুলির দাম যথাক্রমে RMB 799(প্রায় 8,400টাকা), RMB 999(প্রায় 10,500টাকা) আর RMB 1,199(প্রায় 12,600টাকা) রাখা হেয়ছে। আর এই ফোন গুলি স্টেরি নাইট ব্ল্যাক, ওরিও রেড আর ওরিও ব্লু কালার অপশানে কেনা যেতে পারে।  

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo