20MP সেলফি ক্যামেরার সঙ্গে ভারতে শীঘ্রই চালু হবে ভিভো V5 স্মার্টফোন

Updated on 04-Nov-2016
HIGHLIGHTS

ভিভো V5 স্মার্টফোননে থাকবে LED ফ্ল্যাশ এর সঙ্গে 13MP রিয়ার ক্যামেরা.

ভিভো ভারতে তার সেলফি সেন্ট্রিক স্মার্টফোন V সিরিজ এর অধীনে ভিভো V5 স্মার্টফোন কে লঞ্চ করার কথা ভাবা হয়. এই স্মার্টফোন কে এই মাসে ভারতের মধ্যে চালু করা যেতে পারে.

আরও দেখুন : ইনটেক্স একোয়া পাওয়ার M স্মার্টফোন লঞ্চ, 4350 mAh শক্তিশালী ব্যাটারি-সহ প্রস্তুত

এই স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে এই স্মার্টফোনে থাকবে 20MP সেলফি ক্যামেরা যা LED ফ্ল্যাশ সঙ্গে থাকবে. এছাড়া এই ফোনের ব্যাক সাইডে থ্যাকবে 13MP-র রিয়ার ক্যামেরা সঙ্গে একটি LED ফ্ল্যাশ. সঙ্গে এই স্মার্টফোনে আপনি PDAF ফেস ডিটেকশন অটোফোকাস ও পাবেন.

এছাড়াও ভিভো V5 স্মার্টফোনে রয়েছে 5.2 ইঞ্চি FHD ডিসপ্লে 1920x1080p সঙ্গে 2.5D কাবার্ড ডিসপ্লের সঙ্গে পাওয়া যাচ্ছে. এই ডিসপ্লে কে গরিলা গ্লাস 3 প্রটেকশন ও রয়েছে. ফোনে 1.8GHz এর অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 652 প্রসেসর দেওয়া হয়.

এছাড়া এই স্মার্টফোনে অ্যাড্রিনো 510 GPU দেওয়া হয়েছে. ফোনে একটি 4GB র্যাম এর সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে. যা মাইক্রো-এসডি কার্ডের সাহায্যে 128GB পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন. ফোনে অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলোর উপর ভিত্তি করে তৈরী. স্মার্টফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে. এই স্মার্টফোনের দাম 20,000 থেকে  25,000 টাকার মধ্যে হতে পারে.

আরও দেখুন : মিজু M5 স্মার্টফোন 5.2 ইঞ্চি HD ডিসপ্লে এবং 3070mAh ক্ষমতা ব্যাটারি’র সঙ্গে বাজারে প্রস্তুত

আরও দেখুন : 5.2 HD ডিসপ্লে সহ বাজারে এল LG U, 2 টিবি পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজ

সোর্স

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :