Vivo T4 5G smartphone to launch in India on April 22 Check specs price
ভিভো কোম্পানি তার T series এর আওতায় নতুন স্মার্টফোন Vivo T4 5G লঞ্চ করতে চলেছে। আপকামিং ভিভো টি4 5জি ফোনটি লঞ্চের আগেই বাজারে বেশ চর্চায় রয়েছে। আগামী ভিভো ফোনটি ভারতে 18 এপ্রিল লঞ্চ করা হবে। লঞ্চের আগেই নতুন টিজার ছবি থেকে জানা গেছে যে আপকামিং ফোনটি সবচেয়ে বড় ব্যাটারি সহ আসতে চলেছে। এছাড়া ফোনটি Snapdragon চিপসেটে কাজ করবে।
ভিভো টি4 5জি ফোনটি iQOO Z10 এর রিব্র্যান্ড ভার্সন হতে পারে। টিজার ছবিতে ভিভো টি4 ফোনটি অনেকটা আইকু জেড10 এর ডিজাইনের মতো দেখাচ্ছে। এতে রিয়ারে সার্কুলার ক্যামেরা মডিউল, ফ্রন্টে পঞ্চ হোল ডিসপ্লে এবং স্লিম বেজেল দেওয়া হবে।
লিক অনুযায়ী, ভিভো টি4 5জি ফোনটি 6.77-ইঞ্চি ফুল এইচডি AMOLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 5000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
প্রসেসর হিসেবে ভিভো টি4 5জি ফোনটি কোয়ালকম Snapdragon 7s Gen 3 চিপসেটে কাজ করবে। এটি এড্রেনো 720 গ্রাফিক্স প্রসেসর সহ পেয়ার করা। সাথে এই ফোনে 8GB/12GB LPDDR4X RAM এবং 128/256GB of UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা হবে।
পাওয়ার দিতে ভিভো টি4 5জি ফোনটি সবচেয়ে বড় ব্যাটারি 7300mAh সহ আসবে যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অপারেটিং সিস্টাম হিসেবে ভিভো টি4 ফোনটি Funtouch OS 15 ভিত্তিক Android 15 এ কাজ করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো টি4 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। এটি 50MP Sony IMX882 প্রাইমারি সেন্স এবং 2MP ডেপথ সেন্সর সহ পেয়ার করা। ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে এই ফোনে।
দামের কথা বললে, ভিভো টি4 5জি ফোনটি 20,000 টাকা থেকে 25,000 টাকা দামের মাঝে আসবে। তবে এখন সঠিক দাম অফিসিয়াল লঞ্চের পর প্রকাশ হবে।
আরও পড়ুন: 4000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে সদ্য লঞ্চ হওয়া Samsung 5G ফোন, জানুন কোথায় পাবেন ডিসকাউন্ট