Vivo T3x 5G: লঞ্চের আগেই ভিভো টি৩এক্স ৫জি ফোনের দাম লিক, 15 হাজার টাকার কম হবে দাম
Vivo T3x 5G ফোন ভারতে আগামী 17 এপ্রিল লঞ্চ হবে
ভিভো টি৩এক্স ফোনটি 15 হাজার টাকার কম দামে আনা হবে
টিপস্টার অভিষেক যাদব তার টুইটার পোস্টে আপকামিং ভিভো ফোনের দাম পোস্ট করেছে
Vivo T3x 5G ফোন ভারতে আগামী 17 এপ্রিল লঞ্চ হবে। এই ফোনটি ভারতীয় বাজারে আর একদিন পরেই এন্ট্রি নিতে চলেছে। কিন্তু লঞ্চের ঠিক এক দিন আগেই আপকামিং ফোনের দাম অনলাইনে লিক হয়ে গেছে। লিক রিপোর্টে এই ফোনের অফার দাম প্রকাশ হয়েছে। এই রিপোর্ট থেকে জানা গেছে যে ভিভো টি৩এক্স ফোনটি 15 হাজার টাকার কম দামে আনা হবে। আসুন জেনে নেওয়া যাক ফোনে কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে।
Vivo T3x ভারতে কত হবে দাম
টিপস্টার অভিষেক যাদব তার টুইটার পোস্টে আপকামিং ভিভো ফোনের দাম পোস্ট করেছে। লিক ফোনে অফার প্রাইস প্রকাশ হয়েছে। খবর থেকে জানা গেছে যে এই মোবাইল দুটি RAM মডেলে আসবে। এতে 4GB RAM এবং 6GB RAM দেওয়া হবে।
আরও পড়ুন: Moto G64 5G: 12GB RAM এবং 6000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল নতুন মোটো ৫জি ফোন, দাম বাজেট প্রাইসে
Vivo T3x Indian variant price.
— Abhishek Yadav (@yabhishekhd) April 15, 2024
4GB+128GB💰 ₹12,999 including offer
6GB+128GB 💰 ₹13,999 or ₹14,999 including offer
Specifications
📱 6.72" FHD+ LCD display
120Hz refresh rate
🔳 Qualcomm Snapdragon 6 Gen 1
🍭 Android 14
📸 50MP+2MP rear
🤳 8MP front camera
🔋 6000mAh… pic.twitter.com/BqPICfG2QK
লিকস্টার এর অনুযায়ী, ক্যাশব্যাক এবং ডিসকাউন্টের পর ফোনের বেস মডেলটি 12,999 টাকায় কেনা যাবে। এছাড়া 6GB RAM মডেলটির দাম হতে পারে 13,999 টাকা।
Vivo T3x 5G ফোনে কী থাকবে বিশেষ ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লে: আপকামিং ফোনে 6.72-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর: ভিভো ফোনটি Qualcomm Snapdragon 6 Gen 1 অক্টাকোর প্রসেসরে লঞ্চ করা হবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ডুয়াল রিয়ার সেন্সর থাকবে। লিক অনুযায়ী, এই স্মার্টফোন 50MP মেইন সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর সাপোর্ট করবে। সেলফি তোলার জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
ব্যাটারি: কোম্পানি নিশ্চিত করে দিয়েছে যে ভিভো ফোনে পাওয়ার দিতে 6000mAh ব্যাটারি দেওয়া হবে। ফোনে ফাস্ট চার্জিংয়ের জন্য এতে 44W পাওয়া যাবে।
আরও পড়ুন: OPPO A1s, OPPO A1i: 12GB RAM এবং বড় ডিসপ্লে সহ দুটি নতুন ওপ্পো স্মার্টফোন লঞ্চ, জানুন দাম কত
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile