Vivo T3x 5G: 6000mAh ব্যাটারি সহ নতুন ভিভো ৫জি ফোন ভারতে লঞ্চ, দাম 15000 টাকার কম
ভারতে নতুন Vivo T3x 5G লঞ্চ করা হয়েছে
লেটেস্ট ভিভো ফোনের বিক্রি 24 এপ্রিল থেকে শুরু হবে
ফোনটি 15,000 টাকার কম দামে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট সহ আনা হয়েছে
কম বাজেটে পাওয়ারফুল 5G স্মার্টফোন কিনতে চান, তবে Vivo T3x 5G একটি ভাল বিকল্প হতে পারে। কোম্পানি ভারতে তার নতুন ভিভো টি৩এক্স ৫জি লঞ্চ করেছে। ফোনটি 15,000 টাকার কম দামে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট সহ আনা হয়েছে।
লেটেস্ট ফোনে 50MP রিয়ার ক্যামেরা, 6.72 ইঞ্চি ডিসপ্লে এবং 6000mAh ব্যাটারি মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী।
আরও পড়ুন: Moto G64 5G: 12GB RAM এবং 6000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল নতুন মোটো ৫জি ফোন, দাম বাজেট প্রাইসে
Vivo T3x 5G ফোনের দাম কত এবং বিক্রি কবে
ভিভো টি৩এক্স ৫জি ফোনটি ভারতের বাজারে তিনটি অপশনে আনা হয়েছে।
Mark your calendars and get ready for some #turbo action! The sale of the much-anticipated vivo T3X 5G begins on 24th April at 12 PM. Are you ready to #GetSetTurbo ?
— vivo India (@Vivo_India) April 17, 2024
Click on the link below to pre-book now.https://t.co/O1xh0DgrYJ pic.twitter.com/nwoSAfMSOx
এটি 4GB RAM+128GB স্টোরেজ সহ 13,499 টাকায় কেনা যাবে। ফোনের 6GB+128GB স্টোরেজ 14,999 টাকা এবং 8GB+128GB অপশনটি 16,499 টাকায় কেনা যাবে।
লঞ্চ অফারের আওতায়, ফোনে 1500 টাকার ব্যাঙ্ক ছাড় দেওয়া হচ্ছে। যার পরে এই ফোনের দাম অনেকটা কম হয়ে যাবে।
নতুন ভিভো ফোনের বিক্রি 24 এপ্রিল থেকে শুরু হবে। ফোনটি ই-কমার্স সাইট Flipkart, কোম্পানির অফিসিয়াল সাইট এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে। ভিভো টি৩এক্স ৫জি ফোনটি দুটি কালার সেলেস্টিয়াল গ্রিন এবং ক্রিমসন ব্লিস অপশনে কেনা যাবে।
Vivo T3x ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে
ডিসপ্লে: নতুন ভিভো মোবাইলে 6.72 ইঞ্চি HD Plus LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং হাই রেজোলিউশনে কাজ করে।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য ফোনে Qualcomm Snapdragon 6 Gen 1 octa core চিপসেট দেওয়া।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ভিভো ৫জি স্মার্টফোনে ডুয়াল রিয়ার সেন্সর রয়েছে। এটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 8MP ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি: ভিভো ফোনে পাওয়ার দিতে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য 44W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।
আরও পড়ুন: OPPO A1s, OPPO A1i: 12GB RAM এবং বড় ডিসপ্লে সহ দুটি নতুন ওপ্পো স্মার্টফোন লঞ্চ, জানুন দাম কত
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile