Vivo T3x 5G: 15 হাজার টাকার কমে ভারতে এন্ট্রি নেবে আপকামিং ভিভো ফোন, প্রকাশ হল লঞ্চ তারিখ
আপকামিং Vivo T3x 5G ফোনটি 15 হাজার টাকার কম দামে লঞ্চ করা হবে
ভিভো T3x ফোনটি কোম্পানি 17 এপ্রিল লঞ্চ করতে চলেছে
নতুন ফোনের সম্পর্কে কোম্পানি জানিয়েছে যে এই ডিভাইসটি 5G স্মার্টফোন হবে
Vivo T3x 5G স্মার্টফোন ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে। কোম্পানি আপকামিং স্মার্টফোনের ডিজাইন এবং কালার অপশন প্রকাশ করে দিয়েছে। এটি গত বছর এপ্রিল মাসে লঞ্চ হওয়ার Vivo T2x 5G এর সাক্সেসার হিসেবে আসবে।
আপকামিং ভিভো টি৩ এক্স ফোনটি 15 হাজার টাকার কম দামে লঞ্চ করা হবে। এখন পর্যন্ত শুধু ফোনের ডিজাইন প্রকাশ করা হয়েছিল। এখন কোম্পানি নতুন ফোনের লঞ্চ তারিখের ঘোষনা করেছে।
আরও পড়ুন: Price Cut: 50MP ক্যামেরা সহ Samsung স্মার্টফোন হল ব্যাপক সস্তা, 8000 টাকার কমে কেনার সুযোগ
Vivo T3x 5G কবে লঞ্চ হবে
Get ready to dive into the next era of Turbo living! The all-new vivo T3X is making its way to you super soon, launching on 17th April!
— vivo India (@Vivo_India) April 10, 2024
Know more https://t.co/SrcvfjQaY6#GetSetTurbo #vivoT3X pic.twitter.com/EIArLP6RNj
ভিভো T3x ফোনটি কোম্পানি 17 এপ্রিল লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই স্মার্টফোনটি দুটি কালার অপশনে টিজ করেছে। ফোনের ল্যান্ডিং পেজ ফ্লিপকার্টে লাইভ হয়েছে। এছাড়াও, কোম্পানি তার X অ্যাকাউন্টে ফোন সম্পর্কে লেটেস্ট পোস্ট শেয়ার করেছে।
Vivo T3x স্মার্টফোনে কী থাকবে বিশেষ
নতুন ফোনের সম্পর্কে কোম্পানি জানিয়েছে যে এই ডিভাইসটি 5G স্মার্টফোন হবে। এছাড়া স্মার্টফোনের দাম 15,000 টাকার কম হবে।
ফোনের প্রসেসর সম্পর্কে কোম্পানি 12 এপ্রিল তথ্য দেবে। এছাড়া আপকামিং ফোনের ব্যাটারি সম্পর্কে 15 এপ্রিল জানাবে।
স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে বলে তবে ডিভাইসে ডুয়াল ক্যামেরা সহ আনা হবে। ফোনের পিছনে সার্কুলার ক্যামেরা মডিউল সহ দেখা গেছে।
আরও পড়ুন: Realme P1 5G Series: লঞ্চের আগেই প্রকাশ্যে এল আপকামিং রিয়েলমি পি-সিরিজ ফোনের দাম, ফিচার
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile