2500 টাকায় সস্তায় বিক্রি হচ্ছে 6000mAh ব্যাটারি সহ Vivo 5G ফোন, জানুন নতুন দাম সহ কোথায় মিলবে

2500 টাকায় সস্তায় বিক্রি হচ্ছে 6000mAh ব্যাটারি সহ Vivo 5G ফোন, জানুন নতুন দাম সহ কোথায় মিলবে
HIGHLIGHTS

6000mAh ব্যাটারি সহ আসা Vivo T3x 5G ফোনটি 2500 টাকায় সস্তায় কেনা যাবে

ভিভো টি3এক্স 5জি ফোনটি ভারতে তিনটি অপশনে আনা হয়েছিল

পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভো ফোনটি কোয়ালকম Snapdragon 6 Gen 1 চিপসেট সহ আসে

নতুন বছর 2025 এর শুরুতেই আপনি যদি নতুন 5G স্মার্টফোন কিনতে চাইছেন, তবে এটাই সুযোগ রয়েছে। আসলে Vivo T3x 5G ফোনটি আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। 6000mAh ব্যাটারি সহ আসা ভিভো টি3এক্স 5জি ফোনটি 2500 টাকায় সস্তায় কেনা যাবে। এছাড়া ভিভো স্মার্টফোনে কোম্পানি নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক ভিভো টি3এক্স 5জি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।

Vivo T3x 5G ফোনের নতুন দাম কত এবং অফার

ভিভো টি3এক্স 5জি ফোনটি ভারতে তিনটি অপশনে আনা হয়েছিল। কোম্পানি তিনটি মডেলের দাম 1000 টাকা কমিয়ে দিয়েছে। এছাড়া এই ফোনে 1500 টাকার ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে। যার মানে ভিভো ফোনটি মোট 2500 টাকা ছাড়ে কেনা যাবে।

আরও পড়ুন: Samsung Galaxy S25 Ultra ফোনটি এই দুর্দান্ত ফিচার সহ হবে লঞ্চ, iPhone কে দেবে টেক্কা

Flipkart সাইটে অফারের সাথে ভিভো টি3এক্স 5জি ফোনের 4GB RAM+128GB মডেলের দাম 10,999 টাকা রাখা হয়েছে। এছাড়া 6GB+128GB মডেলটি 12,499 টাকায় কেনা যাবে। পাশাপাশি, ফোনের 8GB+128GB মডেলটি 13,999 টাকায় বিক্রি হচ্ছে। বলে দি যে এটি ফোনের নতুন দাম যা ছাড়ের পর কেনা যাবে।

Vivo T3x 5G battery details confirmed

ব্যাঙ্ক অফারে গ্রাহকরা প্রায় সমস্ত ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্টে ছাড় পাওয়া যাবে।

আপনি যদি পুরনো ফোনে এক্সচেঞ্জ অফারও পেতে পারেন। এতে 9500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনে অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।

ভিভো টি3এক্স 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: ভিভো টি3এক্স ফোনে 6.72-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 2408×1080 পিক্সেল রেজোলিউশনে কাজ করে।

প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভো ফোনটি কোয়ালকম Snapdragon 6 Gen 1 চিপসেট সহ আসে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে 50MP প্রাইমারি লেন্স এবং 2MP ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটি 8MP লেন্স সহ আসে।

আরও পড়ুন: 2025 সালের Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, একগুচ্ছ ডেটা সহ আর কী রয়েছে বিশেষ জানুন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo