Vivo T3x 5G India Price: লঞ্চের আগে চিপসেট, ব্যাটারি এবং ডিজাইন ফাঁস, 15000 টাকার কম হবে দাম
Vivo তার T3 Series এর নতুন স্মার্টফোন Vivo T3x 5G লঞ্চ করতে চলেছে
কোম্পানির তরফে ই-কমার্স সাইট Flipkart-এ নতুন টিজার প্রকাশ করেছে
ফ্লিপকার্টে দেওয়া টিজার অনুযায়ী আপকামিং স্মার্টফোনের দাম 15,000 টাকার কম হবে
Vivo তার T3 Series এর নতুন স্মার্টফোন Vivo T3x 5G লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফে ই-কমার্স সাইট Flipkart-এ নতুন টিজার প্রকাশ করেছে। টিজার থেকে আপকামিং ভিভো ফোনের ডিটেল জানা গেছে।
এখন কোম্পানি তার আপকামিং ভিভো ফোনের রিয়ার ডিজাইন প্রকাশ করেছে। এছাড়া কোম্পানি নতুন ফোনের প্রাইস সেগামেন্টও নিশ্চিত করেছে। এখানে আমরা আপনাকে Vivo T3x সম্পর্কে বলবো।
Vivo T3x 5G ফ্লিপকার্ট টিজার
পোস্ট করা ছবিতে ভিভো টি3 এক্স ৫জি ফোনটি কমিং সুন লেখা দেখা যাচ্ছে। ফোনটি এই মাসের বাজারে আসতে চলেছে।
ফ্লিপকার্টে দেওয়া টিজার অনুযায়ী আপকামিং স্মার্টফোনের দাম 15,000 টাকার কম হবে। তবে এই দামে ফোনের বেস মডেল আসতে পারে।
Switch on your turbo energy with the upcoming #vivoT3X 5G. Making its way to you soon.
— vivo India (@Vivo_India) April 8, 2024
Know more https://t.co/SrcvfjQaY6#GetSetTurbo pic.twitter.com/aYNU1cazpT
ফোনের ছবি থেকে এও নিশ্চিত হয়েছে যে স্মার্টফোনের ব্যাক প্যানেল বড় সার্কুলার ক্যামেরা মডিউল হবে। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ দেওয়া হবে।
ভিভোর তরফে জানা হয়েছে যে ভিভো টি৩ এক্স ফোনে কোয়ালকম Snapdragon প্রসেসর থাকবে। তবে এখন চিপসেটের নাম প্রকাশ করেনি কোম্পানি।
বলে দি যে টিজারে কোম্পানি চিপসেটের নাম প্রকাশ করতে 12 এপ্রিল তারিখ দিয়েছে।
Vivo T3x স্পেসিফিকেশন কী থাকতে পারে
বলা হয়েছে যে ভিভো টি3x ফোনটি AMOLED ডিসপ্লে সহ আসতে পারে।
রিপোর্ট অনুযায়ী, আপকামিং ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট সহ ভারতে এন্ট্রি করবে।
পাওয়ার দিতে এই ফোনে 6000mAh এর বড় ব্যাটারি দেওয়া যেতে পারে। দাবি করা হচ্ছে যে এটি একবার চার্জে দুই দিন পর্যন্ত চলবে।
রিপোর্ট অনুযায়ী, ফোনে অডিও বুস্টার সাপোর্ট সহ ডুয়াল স্টেরিও স্পিকার থাকতে পারে।
আরও পড়ুন: OPPO A3 Pro: এই দিন লঞ্চ হবে নতুন ওপ্পো স্মার্টফোন, 12GB RAM সহ থাকবে আর কোন ফিচার জানুন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile