Vivo ভারতীয় বাজারে আগামীকাল 27 অগাস্ট তার T-Series এর নতুন স্মার্টফোন Vivo T3 Pro 5G লঞ্চ করবে। আপকামিং ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে কোম্পানি আগেই নিশ্চিত করে দিয়েছে। ভিভো টি3 প্রো 5জি ফোনের লান্ডিং পেজ অনলাইন শপিং ওয়েবসাইট Flipkart-এ প্রকাশ করা হয়েছে।
আপকামিং ভিভো ফোনের চিপসেট থেকে ক্যামেরা এবং ডিজাইন স্পেক্স প্রকাশ হয়েছে। লেটেস্ট আপডেট সহ ভিভো ফোনের ব্যাটারি ফিচারও জানা গেছে। আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ থাকবে নতুন ভিভো ফোনে।
আরও পড়ুন: Price Drop: 50MP AI সেলফি ক্যামেরা সহ 5G Smartphone-এ 7000 টাকার বাম্পার ছাড়
ডিজাইন: এটি ভিভো ফোন সেগামেন্টের প্রথম কার্ভড ফোন হবে। এতে আল্ট্রা স্লিম বডি থাকবে।
ডিসপ্লে: নতুন ভিভো ফোনে 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া। ফোনটি 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
প্রসেসর: ভিভো ফোনে কোম্পানি Snapdragon 7 Gen 3 চিপসেট অফার করবে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে কোম্পানি ভিভো ফোনে 50MP Sony IMX882 OIS সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর রয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে নতুন ভিভো টি3 প্রো 5জি ফোনে 5500mAh বড় ব্যাটারি দেবে বলে জানিয়েছে কোম্পানি।
ভিভো এখন পর্যন্ত আপকামিং ফোনের দাম সম্পর্কে কিছু জানায়নি। আগামীকাল লঞ্চের পর নতুন ভিভো ফোনের দাম জানা যাবে।
আরও পড়ুন: 200 টাকার কম খরচে 70 দিনের ভ্যালিডিটি, Jio Airtel কে ধুয়ে দিল BSNL সস্তা রিচার্জ প্ল্যান