Vivo T3 Pro 5G First Sale: প্রথম সেলে 3000 টাকার ছাড়, কার্ভড ডিসপ্লে এবং দুর্দান্ত ফিচার সহ নতুন ভিভো ফোন আজ কেনার সুযোগ

Updated on 03-Sep-2024
HIGHLIGHTS

Vivo এর লেটেস্ট Vivo T3 Pro 5G কার্ভড স্মার্টফোনের প্রথম সেল আজ 3 সেপ্টেম্বর লাইভ করা হবে

এই স্মার্টফোনে কার্ভড AMOLED ডিসপ্লে ছাড়া Snapdragon প্রেসসর এবং দুর্ধর্ষ 50MP ক্যামেরা সেটআপ দেওয়া

নতুন ভিভো টি3 5জি ফোনের 8GB+128GB স্টোরেজের দাম 24,999 টাকা রাখা হয়েছে

Vivo এর লেটেস্ট Vivo T3 Pro 5G কার্ভড স্মার্টফোনের প্রথম সেল আজ 3 সেপ্টেম্বর লাইভ করা হবে। ফোনের প্রথম সেলে গ্রাহকরা ব্যাঙ্ক অফারের লাভ পেতে পারেন। এই স্মার্টফোনের প্রথম সেলে দুর্দান্ত অফার এবং ডিলের সাথে বিক্রি হবে। এই স্মার্টফোনে কার্ভড AMOLED ডিসপ্লে ছাড়া Snapdragon প্রেসসর এবং দুর্ধর্ষ 50MP ক্যামেরা সেটআপ দেওয়া।

ভিভো টি3 5জি ফোনটি কোম্পানির ওয়েবসাইট ছাড়া Flipkart থেকে কেনা যাবে। এই ডিভাইসের বিক্রি দুপুর 12টায় শুরু হবে।

আরও পড়ুন: Flipkart Big Billion Days Sale 2024: এই দিন শুরু হবে ফ্লিপকার্টের সবচেয়ে বড় সেল, ফাঁস হল তথ্য

প্রথম সেলে পাবেন দুর্দান্ত অফার

নতুন ভিভো টি3 5জি ফোনটি দুটি ভ্যারিয়্যান্ট 8GB+128GB এবং 8GB+256GB স্টোরেজ সহ আনা হয়েছে। দুটি ভ্যারিয়্যান্টের এর বিক্রি আজ করা হবে।

Vivo T3 Pro 5G ফোনের ভারতে দাম কত

  • ফোনের 8GB+128GB স্টোরেজের দাম 24,999 টাকা রাখা হয়েছে।
  • 8GB+256GB স্টোরেজের দাম 26,999 টাকা রাখা হয়েছে।

ব্যাঙ্ক অফারের আওতায় Axix Bank, HDFC Bank, SBI Bank ক্রেডিট এবং ডেবিট কার্ড ছাড়া Flipkart Axis Bank Credit Card দিয়ে পেমেন্টে 3000 টাকার ছাড় পাওয়া যাবে। ছাড়ের পর ফোনের দাম আরও কমে যাবে।

ভিভো টি3 5জি ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

নতুন ফোনে 6.67-ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সহ আসে।

প্রসেসর হিসেবে ভিভো ফোনটি Snapdragon 7 Gen 3 চিপ সহ Android 14 ভিত্তিক FunTouch 14 সফটওয়্যারে কাজ করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো টি3 5জি ফোনে 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP সেকেন্ডারি সেন্সর সহ ডুয়াল ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে ভিভো টি3 প্রো 5জি ফোনে 5500mAh ব্যাটারি রয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Price Drop: পুরো 2000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 5G স্মার্টফোন, 16GB RAM এবং 5500mAh ব্যাটারি রয়েছে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :