Vivo T3 Lite 5G ফোনের প্রথম সেল আজ, 10 হাজার টাকার কমে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি
ভিভোর নতুন লঞ্চ হওয়া Vivo T3 Lite 5G ফোনে প্রথম সেল আজ 4 জুলাই লাইভ হতে চলেছে
ভিভো টি3 লাইট 5G ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে
Vivo T3 Lite 5G ফোনের দাম 11 হাজার টাকা কম থেকে শুরু হয়
একটি নতুন ফোন কেনার কথা ভাবছেন, তবে Vivo T3 Lite 5G একটি ভাল বিকল্প হতে পারে। ভিভোর নতুন লঞ্চ হওয়া ভিভো টি3 লাইট 5G ফোনে প্রথম সেল আজ 4 জুলাই লাইভ হতে চলেছে। প্রথম সেলে সস্তায় কেনার সুবিধা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন এবং সেল তারিখ সম্পর্কে সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
Vivo T3 Lite 5G ফোনের দাম ভারতে কত
ভিভো টি3 লাইট 5G ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ফোনের দাম 11 হাজার টাকা কম থেকে শুরু হয়। ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart থেকে করা হবে।
আরও পড়ুন: OnePlus Nord 4 5G ফোনের 4টি দুর্দান্ত ফিচার, লিক হল ভারতে লঞ্চের তারিখ এবং দাম, জেনে নিন
- 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 10,499 টাকা রাখা হয়েছে।
- 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 11,499 টাকা হচ্ছে।
Unleash your potential with the new vivo T3 Lite 5G! Whether you're juggling tasks or enjoying your favorite tunes, the #vivoT3Lite5G keeps up with your pace. #GetSetTurbo and experience seamless multitasking like never before.
— vivo India (@Vivo_India) July 2, 2024
Click the link below to know more!… pic.twitter.com/32DDQD1zZk
শুধু তাই নয়, ভিভো কোম্পানি নতুন ফোনে ডিসকাউন্ট অফার করছে। ফোনে HDFC Bank ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্টে 500 টাকার ছাড় পাওয়া যেতে পারে। যার মানে ছাড়ের পর ফোনটি 9999 টাকার শুরুর দামে কেনার সুযোগ রয়েছে।
বাজেট প্রাইসে কেমন হবে ভিভো টি3 লাইট 5G ফোনটি এবং কেমন ফিচার রয়েছে
সবার প্রথম ডিসপ্লের কথা বললে, ভিভো ফোন 6.56-ইঞ্চি, 1612*720 পিক্সেল রেজোলিউশন, LCD টাইপ ডিসপ্লে সহ আসে। ফোনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া।
পারফরম্যান্সের জন্য ভিভো ফোনে কোম্পানি MediaTek Dimensity 6300 প্রসেসর অফার করা হয়েছে।
RAM এবং স্টোরেজ হিসেবে এই ফোনে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য ফোনে 50MP+2MP রিয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ভিভো ফোনে 5000mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি। এটি চার্জ করার জন্য পাওয়া যাবে 15W ফাস্ট চার্জিং।
আরও পড়ুন: Moto G85 5G: 10 জুলাই ভারতে লঞ্চ হবে মোটো জি85 5G, 32MP সেলফি ক্যামেরা এবং 12GB RAM থাকবে ফোনে
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile