Vivo ভারতীয় বাজারে তার লেটেস্ট স্মার্টফোন Vivo T3 5G লঞ্চ করে দিয়েছে। লেটেস্ট স্মার্টফোনটি T-Series এর আওতায় আনা হয়েছে। এটি কোম্পানির গত বছরের Vivo T2 ফোনের আপগ্রেড ভার্সন। নতুন ফোনে 1800 নিট ব্রাইটনেস, 16MP ফ্রন্ট ক্যামেরা সহ সোনি OIS এন্টি শেক ক্যামেরা মতো ফিচার পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক নতুন ফোনে কী বিশেষ রয়েছে।
ভিভো টি৩ ৫জি ফোনটি কসমিক ব্লু এবং ক্রিস্টাল ফ্লেক কালার অপশনেক কেনা যাবে।
লেটেস্ট Vivo ফোনের দাম 19,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। পাশাপাশি, 8GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 21,999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: Realme 12X: 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ লঞ্চ হল নতুন রিয়েলমি ফোন, দাম 20 হাজারের কম
ফোনের বিক্রি ভিভো ইন্ডিয়া অনলাইন স্টোর, ই-কমার্স সাইট Flipkart এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে। ফোনটি 27 মার্চ থেকে বিক্রি করা হবে।
লঞ্চ অফারের কথা বললে, কোম্পানি এতে HDFC ব্যাঙ্ক এবং SBI কার্ডে 2000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। এছাড়া ডেবিট এবং ক্রেডিট কার্ডে 2000 টাকার এক্সচেঞ্জ পাওয়া যাবে।
গ্রাহকরা 3 মাসের নো-কস্ট EMI অপশনে নতুন ফোন কিনতে পারবেন।
শুধু তাই নয় কোম্পানি নতুন ফোনে সাথে বিনামূল্যে vivo XE710 ইয়ারফোন অফার করছে। এই অফার 31 মার্চ পর্যন্ত ভিভো অফিসিয়াল সাইটে পাওয়া যাবে।
ভিভো ফোনে 6.67 ইঞ্চি ফুল HD প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 2400×1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে।
পারফরম্যান্সের জন্য ভিভো টি৩ স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 চিপসেট অফার করা হয়েছে।
ডেটা স্টোরের জন্য নতুন ভিভো ফোনটি দুটি স্টারেজ অপশনে আনা হয়েছে। এটি 8GB LPDDR4X RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM+ 256GB স্টোরেজে কেনা যাবে। এছাড়া ফোনের সাথে 8GB টার্বো RAM এর সাপোর্ট দেওয়া। যার পরে ফোনে 16GB পর্যন্ত RAM পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য লেটেস্ট ভিভো ফোনে দুর্দান্ত ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া। এতে রিয়ার প্যানেলে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50-মেগাপিক্সেল Sony IMX 882 মেইন সেন্সর দেওয়া। এর সাথে পেয়ার করা হয়েছে 2-মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা লেন্স এবং একটি ফ্লিকার ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ভিভো টি৩ ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া। এটি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: OnePlus Nord CE4: লঞ্চের আগেই ভারতীয় দাম ফাঁস, জানুন আপনার বাজেটে হবে কিনা?