3D Display সহ Vivo T2 Pro 5G লঞ্চ , সবচেয়ে পাতলা ফোনের India Price কত

3D Display সহ Vivo T2 Pro 5G লঞ্চ , সবচেয়ে পাতলা ফোনের India Price কত
HIGHLIGHTS

নতুন ডিভাইসটি Vivo T2 Pro 5G নামে ভারতীয় বাজারে আনা হয়েছে।

এই অপশনগুলির দাম 23,999 টাকা এবং 24,999 টাকা রাখা হয়েছে

Vivo T2 Pro 5G ফোনের প্রথম সেল 29 সেপ্টেম্বর সন্ধ্যা 7 টায় ই-কমার্স সাইট Flipkart থেকে করা হবে

Vivo কোম্পানি তার T-Series এর জনপ্রিয়তা দেখে আরেকটি নতুন মডেল যোগ করল। কোম্পানির নতুন ডিভাইসটি Vivo T2 Pro 5G নামে ভারতীয় বাজারে আনা হয়েছে। লেটেস্ট ফোনটি 64 মেগাপিক্সেল OIS ক্যামেরা, 3D কার্ভড ডিসপ্লে সহ দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। স্পেসিফিকেশন দিক থেকে লেটেস্ট Vivo VT2 Pro ফোনটি কোম্পানির iQOO Z7 Pro এর রিব্র্যান্ডেড বলা যেতে পারে।

আসুন Vivo T2 Pro 5G ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক…

Vivo T2 Pro 5G Price in India

কোম্পানি Vivo T2 Pro স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করেছে। এতে রয়েছে 8GB RAM সহ 128GB/256GB স্টোরেজ। এই অপশনগুলির দাম 23,999 টাকা এবং 24,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: 180 দিনের মেয়াদ সহ দুটি সস্তা BSNL New Prepaid Plan হাজির, মনের খুশিতে চালান Data

Vivo T2 Pro 5G ফোনের প্রথম সেল 29 সেপ্টেম্বর সন্ধ্যা 7 টায় ই-কমার্স সাইট Flipkart থেকে করা হবে।

লঞ্চ অফারের আওতায় লেটেস্ট ফোনে কোম্পানি Axis ব্যাঙ্ক এবং SBI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

এছাড়া এক্সচেঞ্জ অফারের আওতায় 1,000 টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। আপনি চাইলে নো-কস্ট EMI অপশনেও ফোনটি কিনতে পারেন।

Vivo T2 Pro 5G Specification in India

ডিসপ্লের কথা বললে, এতে 6.78-ইঞ্চির HD+ কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 1300 নিটস পিক ব্রাইটনেস এবং 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন অফার করা হয়েছে।

পারফরম্যান্সের জন্য Vivo T2 Pro 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ওয়ানপ্লাস এর প্রথম ফোল্ডেবল ফোন Oneplus Open শীঘ্রই আসছে বাজারে, জানুন কী থাকবে স্পেসিফিকেশন

ফোনে 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এর সাথে 8GB ভার্চুয়াল RAM অফার করা হয়েছে। যার পরে ফোনে মোট 16GB পর্যন্ত RAM ব্যবহার করা যাবে।

Vivo T2 Pro 5G india price

ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া, যা 64MP মেইন সেন্সর অপটিকাল ইমেজ স্টেবলাইজেশন টেকনোলজি সহ আসে। এর সাথে 2MP বোকেহ লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ফোনকে পাওয়ার দিতে এতে 4600mAh ব্যাটারি পাওয়া যাবে, যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে।

অপারেটিং সিস্টাম হিসেবে ফোনটি Android 13 ফন টাচ OS13-এ রান করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo