ভারতীয় বাজারে Vivo T2 Pro ফোনের প্রথম সেল শুরু হতে চলেছে
Vivo-এর তরফে এই ফোনে 2000 টাকার ডিসকাউন্ট অফার করা হবে
Vivo T2 Pro ফোনে 3D Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া
ভিভো মোবাইল কোম্পানির তরফে ভারতে গত সপ্তাহে নতুন T-Series চালু করা হয়েছে। এই সিরিজের আওতায় Vivo T2 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। ভিভো টি2 প্রো 5G আজ অর্থাৎ 29 সেপ্টেম্বর দেশে First Sale করা হবে। নতুন টি-সিরিজের স্মার্টফোনটি 8GB RAM সহ দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।
Vivo T2 Pro 5G ফোনটি দুটি কালার অপশনে আনা হয়েছে- New Moon Black এবং Dune Gold। আসুন জেনে নিন আজকের এই First Sale-এ Vivo T2 Pro স্মার্টফোনে কী কী অফার পাওয়া যাবে।
ভারতীয় বাজারে Vivo T2 Pro 5G ফোনের প্রথম সেল শুরু হতে চলেছে। Vivo-এর তরফে এই ফোনে 2000 টাকার ডিসকাউন্ট অফার করা হবে। এর জন্য ইউজারকে ICICI Bank এবং Axis Bank কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। ভিভো টি২ প্রো ফোনের সেল আজ 29 সেপ্টেম্বর সন্ধ্যা 7টা থেকে শুরু হবে।
Vivo T2 Pro 5G ফোনে কী রয়েছে বিশেষ
ফিচারের কথা বললে, Vivo T2 Pro 5G ফোনে 3D Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া। ফোনের ডিসপ্লে রেজোলিউশন 2400 × 1080 পিক্সেল দেওয়া।
প্রসেসরের কথা বললে, Vivo T2 Pro 5G ফোনে MediaTek Dimensity 7200 এর সাথে Mali G610 GPU অফার করা হয়েছে, যা 8GB LPDDR4X RAM এর সাথে পেয়ার করা হয়েছে। ফোনে স্টোরেজ হিসেবে দুটি অপশন পাওয়া যাবে- 128GB/256GB।
ক্যামেরার ক্ষেত্রে Vivo T2 Pro ফোনে ডুয়াল রিয়ার সেন্সর পাওয়া যাবে, যার মেইন ক্যামেরা OIS সহ 64MP থাকবে। এর সাথে 2MP বোকেহ ক্যামেরা পাওয়া যাবে। ফোনের ফ্রন্টে সেলফি তোলার জন্য 16MP ক্যামেরা রয়েছে।
ফোনকে পাওয়ার দিতে ফোনে 4600mAh ব্যাটারি রয়েছে, যা 66W ফ্ল্যাশ চার্জর সাপোর্ট সহ আসবে। ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.