স্মার্টফোন সংস্থা Vivo ভারতের বাজারে তাদের দুটি নতুন মিড রেঞ্জ ফোন Vivo T2 5G এবং Vivo T2x 5G লঞ্চ করেছে। এই দুটি ফোনই Android 13 ভিত্তিক Funtouch OS 13 সহ আনা হয়েছে। Vivo T2 5G ফোনে Snapdragon 695 5G প্রসেসর দেওয়া, এর পাশাপাশি Vivo T2x 5G ফোনে MediaTek Dimensity 6020 প্রসেসর দেওয়া হয়েছে। এই খবরে আমার Vivo T2 5G ফোন সম্পর্কে বলবো, যা বাজারে বাজেটে প্রাইসে আনা হয়েছে। তবে আসুন দেখে নেওয়া যাক এই ফোনের দাম থেকে শুরু করে ফিচার সম্পর্কে সমস্ত কিছু…
Vivo T2 5G ফোনটি ভারতে দুটি RAM ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ফোনের 6GB RAM সহ 128GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা রাখা হয়েছে। এর পাশাপাশি, ফোনের 8GB RAM সহ 128GB স্টোরেজ মডেলটি 20,999 টাকায় কেনা যাবে। ফোনটি দুটি কালার অপশনে বিক্রি করা হবে- Velocity Wave এবং Nitro Blaze।
Vivo T2 5G ফোনটি আগামী 18 এপ্রিল থেকে বিক্রি করা হবে। ফোনটি ই-কমার্স ওয়েবসাইট Flipkart এবং কোম্পানির অফিসিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে। ফোনের প্রথম সেলেই কোম্পানি 1500 টাকার ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে। এছাড়াও আপনি এই ফোনটি 3 মাসের নো-কস্ট EMI অপশনে কিনতে পারবেন।
1. Vivo T2 5G ফোনের ডিসপ্লেতে ওয়াটারড্রপ নচ এর সাথে 6.38 ইঞ্চি এর FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 360Hz টাচ স্যাম্পলিং রেট, 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে।
2. ফোনটিকে পাওয়ার দিতে এতে Qualcomm Snapdragon 695 SoC দেওয়া হয়েছে, যার সাথে Adreno 619GB GPU রয়েছে। এর পাশাপাশি, ফোনে 128GB স্টোরেজ সহ 6GB এবং 8GB RAM এর সাপোর্ট দেওয়া হয়েছে।
3. ফটোগ্রাফির জন্য Vivo T2 ফোনের রিয়ারে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যা OIS এবং EIS এর সাথে F/1.79 অ্যাপারচার সহ 64 প্রাইমারি সেন্সর এবং F/2.4 অ্যাপারচার সহ 2MP সেকেন্ডারি ক্যামেরা সেন্সর সহ আসে। এছাড়া, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 16MP ক্যামেরা দেওয়া হয়েছে।
4. ফোনটি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4500mAh এর ব্যাটারি সহ বাজারে আনা হয়েছে। ফোনটি Android 13-ভিত্তিক Funtouch OS কাস্টম স্কিন আউট অফ দ্য় বক্সে চলবে। ফোনের সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
5. কানেক্টিভিটির কথা বললে, এতে চার্জিং এবং ডেটা সিঙ্কের জন্য 5G, ডুয়াল-ব্যান্ড WiFi, ব্লুটুথ, GPS সহ একটি USB Type-C পোর্ট রয়েছে।