Vivo -এর তরফে তাদের T2 সিরিজ লঞ্চ করা হতে চলেছে দেশে
এই সিরিজে থাকবে দুটো ফোন, Vivo T2 5G, Vivo T2X 5G
64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে Vivo T2 5G ফোনে
Vivo -এর তরফে অবশেষে তাদের T2 5G সিরিজ লঞ্চ করছে দেশে। এই সিরিজে কোম্পানির তরফে দুটো ফোন লঞ্চ করা হবে আজ। এখানে থাকবে Vivo T2 5G, Vivo T2X 5G। গ্রাহকরা এই ফোন দুটি লঞ্চ হয়ে যাওয়ার পর সেগুলোকে Flipkart এবং Vivo -এর অনলাইন স্টোর থেকে কিনতে পারবেন। তবে লঞ্চের আগে এই ফোনের খুঁটিনাটি বিষয় দেখে নিন।
কখন লঞ্চ হবে এই ফোন?
11 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে Vivo T2 5G সিরিজ। দুপুর 12 টায় এই ফোন সিরিজ লঞ্চ করবে। যাঁরা এই ফোনের লঞ্চ অনুষ্ঠান দেখতে ইচ্ছুক তাঁরা এটিকে কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। এই চ্যানেলে গিয়ে এখন আপনি চাইলে শিডিউল করা পোস্টে নোটিফাই মি অপশন ক্লিক করে দিতে পারেন। এতে যখন লঞ্চের অনুষ্ঠান চালু হবে আপনি সেটার নোটিফিকেশন পাবেন এবং দেখতেও পাবেন।
কত দাম হতে পারে এই ফোনের?
Vivo T2 5G ফোনটির দাম একটু বেশি হতে পারে। এটার দাম ভারতে 18,000 থেকে 20,000 টাকার মধ্যে হবে বলেই অনুমান করা হচ্ছে। অন্যদিকে Vivo T2X 5G ফোনটির দাম 14,000 টাকা থেকে শুরু হতে পারে। দুটো ফোনেই 5G -এর সুবিধা থাকবে।
কী কী ফিচার থাকবে?
1. Vivo T2 5G ফোনটিতে 90 Hz রিফ্রেশ রেট সহ Full HD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে।
2. এখানে Snapdragon 695 প্রসেসর থাকবে বলেও অনুমান করা হচ্ছে। 8 GB RAM এবং 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মিলবে।
3. দুটো ফোনেই অ্যান্ড্রয়েড 13 থাকবে।
4. Vivo T2 5G ফোনটিতে 44W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4500 mAh ব্যাটারি থাকবে।
5. অন্যদিকে Vivo T2X 5G ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকতে পারে।
6. এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকবে বলেই অনুমান করা হচ্ছে। সঙ্গে একটি AMOLED ডিসপ্লে।
7. অন্যদিকে Vivo T2 5G ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.