Vivo -এর তরফে শীঘ্রই এই ফোন দেশে লঞ্চ করতে চলা হচ্ছে। এই কোম্পানির তরফে তাদের T2 5G সিরিজ দেশে লঞ্চ করতে চলা হচ্ছে। এই ফোনের লঞ্চের বিষয়টা কোম্পানির তরফে কনফার্ম করা হয়েছে। Flipkart- এ দেখা মিলেছে এই ফোনের। এই ফোনের ডিজাইন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে এই ফোনের ডিসপ্লের ঠিক মাঝখানে একটি ওয়াটার ড্রপ নচ থাকবে। একই সঙ্গে ডুয়াল রিয়ার ক্যামেরা মিলবে এই ফোনে। Qualcomm -এর Snapdragon প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন।
Qualcomm Snapdragon- এর প্রসেসর থাকবে জানা গেলেও কোন প্রসেসর থাকবে সেটা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। আগামী 9 এপ্রিল এই বিষয়টি জানা যাবে। তবে Flipkart -এর মাইক্রোসাইটের তরফে এটা জানা গিয়েছে যে এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। সঙ্গে LED ফ্ল্যাশ মিলবে। এই LED ফ্ল্যাশ এবং রিয়ার ক্যামেরা দুটো গোলাকার মডিউলের মধ্যে থাকবে বলেই জানা গিয়েছে। আগামী 7 এপ্রিল এই ফোনের ক্যামেরার বিষয় আরও একাধিক তথ্য প্রকাশ্যে আসবে বলে জানা গিয়েছে।
এই ফোনে ডিসপ্লের ক্ষেত্রে একটি ওয়াটার ড্রপ নচ দেখা যাবে। ফোনের ডানদিকে থাকবে পাওয়ার বাটন সহ ভলিউম রকার। 5 এপ্রিল এই ফোনের ডিসপ্লের বিষয় আরও একাধিক প্রকাশ্যে আসার কথা আছে।
সম্প্রতি Vivo T2 5G ফোনটিকে Google Play Store -এর Console ডেটাবেসে দেখা গিয়েছে। এই ফোনের মডেল নম্বর হল Vivo V2222। এই লিস্টিং থেকে কী কী অনুমান করা হয়েছে এই ফোন সম্পর্কে?
1. এখানে একটি Full HD+ ডিসপ্লে থাকবে যেখানে ওয়াটার ড্রপ নচ দেখা যাবে।
2. Snapdragon 695 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন। সঙ্গে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত থাকবে।
3. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এটি।
4. এই ফোনটি দুটি RAM ভ্যারিয়েন্টে দেশে লঞ্চ করতে পারে। একটিতে থাকবে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এবং আরেকটিতে থাকবে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনটি আদতে গত বছর লঞ্চ হওয়া Vivo T1 5G ফোনটির উত্তরসূরি। এই ফোনে ছিল Snapdragon 695 প্রসেসর সহ 6.58 ইঞ্চির একটি Full HD+ IPS LCD ডিসপ্লে। এখানে 120 Hz রিফ্রেশ রেট এবং 240 Hz টাচ স্যাম্পলিং রেট উপলব্ধ আছে।