Flipkart বলুন বা Amazon, বিভিন্ন E-commerce সাইটে হামেশাই কোনও না কোনও সেল চলতে থাকে আর সেখানে দারুন কম দামে নানা ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। এখন Flipkart -এ তেমন ভাবেই Vivo -এর একটি ফোনের উপর ব্যাপক ছাড় মিলছে। Vivo T1 Pro 5G ফোনটির আসল দাম 29 হাজার টাকা। কিন্তু এখন এই E-commerce সাইটে এই ফোনটি মাত্র 4 হাজার টাকায় কেনা যাচ্ছে। এতটা সস্তা কীভাবে হল এই ফোন এটা ভাবছেন? তাহলে দেখুন এই ফোনের উপর অফার।
1. এই ফোনের 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত যে মডেল আছে সেটা এখন ভীষণ কম দামে কেনা যাচ্ছে।
2. এই মডেলের আসল দাম 28,990 টাকা। কিন্তু Flipkart -এ এখন এই ফোনের উপর আছে 17% ছাড়। অর্থাৎ 28,990 টাকার ফোন এখন এমনই কেনা যাচ্ছে 23,999 টাকায়।
3. এর সঙ্গে আছে ফাটাফাটি ব্যাংক অফার। গ্রাহকরা যদি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কেনেন তাহলে তাঁরা পাবেন 10% ছাড়। তবে এটার জন্য EMI লেনদেন করতে হবে।
4. এরপর আসছে এক্সচেঞ্জ অফার। আপনার পুরনো ফোন বদলে যদি এই ফোন কেনেন তাহলে আপনি 20,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে সেটার জন্য আপনার পুরনো ফোনের অবস্থা ভালো থাকতে হবে। একই সঙ্গে সেই ফোনের মডেল কী, ইত্যাদি সেগুলো দেখা হবে। সেটার উপর ভিত্তি করে আপনি টাকা পাবেন। যদি ফোনটি দুর্দান্ত অবস্থায় থাকে তাহলে আপনি পুরো 20,000 টাকা ছাড় পেতে পারেন। অর্থাৎ 23,990 এর থেকে 20,000 কমলে থাকে কেবল 3,990 টাকা।
ফলে এখন আপনি 28,990 টাকার ফোনটি সব শর্ত পূরণ করলেই মাত্র 3,990 টাকায় কিনতে পারবেন। এখানে মিলবে 1 বছরের ওয়ারেন্টি। একই সঙ্গে এই সঙ্গে অ্যাক্সেসরিজগুলোর উপর পাবেন 6 মাসের ওয়ারেন্টি। তাহলে আর অপেক্ষা কিসের এখনই কিনা ফেলুন এই ফোন।
1. 6.44 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে আছে এই হবে।
2. এই ফোনে মিলবে ট্রিপল রিয়ার ক্যামেরা যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।
3. ফোনের সাইডে আছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন।
4. গ্রাহকরা এই ফোনটি দুটো রঙে কিনতে পারবেন। এই রং দুটি হল টার্বো ব্ল্যাক, সিয়ান টাইড।