দুর্ধর্ষ ক্যামেরা কোয়ালিটির সাথে আসছে Vivo phone, দাম হবে 20 হাজারের কম, জেনে নিন ফিচার

দুর্ধর্ষ ক্যামেরা কোয়ালিটির সাথে আসছে Vivo phone, দাম হবে 20 হাজারের কম, জেনে নিন ফিচার
HIGHLIGHTS

Vivo T1 5G স্মার্টফোনের লাইভ ইমেজ অনলাইনে লিক হয়েছে

Vivo-এর এই 5G স্মার্টফোনটি 9 ফেব্রুয়ারি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে

Vivo T1 5G ফোনে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরার মতো ফিচার থাকবে

Vivo T1 5G স্মার্টফোনের লাইভ ইমেজ অনলাইনে লিক হয়েছে। Vivo-এর এই 5G স্মার্টফোনটি 9 ফেব্রুয়ারি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এতে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরার মতো ফিচার থাকবে। লঞ্চের আগেই এর প্রায় সব স্পেসিফিকেশন, ডিজাইন এমনকি দামও প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, ফোনের ক্যামেরার নমুনাও ফাঁস হয়েছে।

টিপস্টার ইশান আগরওয়াল তার টুইটারে ফোনের ফ্রন্ট এবং রিয়ার প্যানেলের ইমেজ পোস্ট করেছেন। এতে ফোনের ফ্রন্টে ওয়াটারড্রপ নচ এবং পিছনে LED ফ্ল্যাশ সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। গ্রেডিয়েন্ট কালার ডিজাইনও ব্যাক প্যানেলে স্পষ্ট দেখা যাচ্ছে। এছাড়া, টিপস্টার মুকুল শর্মা ফোনের ক্যামেরার নমুনা দেখিয়েছেন। "পারফরম্যান্স একদিকে, ক্যামেরার ক্ষমতার ক্ষেত্রে এটি একটি দুর্দান্ত ডিভাইস হতে চলেছে," মুকুল লিখেছেন।

ফোনে থাকবে 120Hz ডিসপ্লে

Vivo T1 5G স্মার্টফোনে একটি 6.58-ইঞ্চি FHD + LCD ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি Qualcomm Snapdragon 695 চিপসেট এবং তিনটি RAM অপশন- 4GB RAM, 6GB RAM এবং 8GB RAM সহ আসবে। একটি ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যেটিতে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং দুটি 2-মেগাপিক্সেল লেন্স থাকবে। সেলফির জন্য, এতে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। এতে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হবে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

কত হবে দাম

Vivo T1 5G সম্পর্কে, টিপস্টার যোগেশ বরার জানিয়েছে যে এই ফোন স্লিম এবং হালকা ফর্ম ফ্যাক্টরে আসবে এবং এতে দেওয়া যেতে পারে 8GB পর্যন্ত RAM। ভারতে এই স্মার্টফোনের দাম 20 হাজার টাকার কম হতে পারে। স্মার্টফোনটি গত বছরের অক্টোবরে চিনে Vivo T1x নামে লঞ্চ করা হয়েছিল। 8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম চিনে CNY 2,199 (প্রায় 25,800 টাকা) থেকে শুরু হয়।

Digit.in
Logo
Digit.in
Logo