VIVO S1 ফোনটি ভারতে 7 আগস্ট লঞ্চ করা হতে পারে

Updated on 24-Jul-2019
HIGHLIGHTS

7th আগস্ট Vivo S1 লঞ্চ করা হতে পারে

ইন্টারন্যাশানাল ভেরিয়েন্টয় ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে

ভিভো জানিয়েছে যে 7 আগস্ট ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানি লঞ্চ ইভেন্টে মিডিয়া ইনভিটেশানও পাঠিয়েছে। তবে এর মধ্যে কোম্পানি লঞ্চ ইভেন্টে ভেনু বা ডিভাইসের নাম জানায়নি। তবে কোম্পানি এই ডিভাইসটি “S” য়ের সঙ্গে টিজ করেছে।

এই ভিভো ফোনটি চিনের ভেরিয়েন্টে মার্চ মাসে লঞ্চ করা হয়েছিল এই ফোনে 6.53 ইঞ্চির ফুল HD + ডিসপ্লে আছে যা 19:5:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিও P70 চিপসেট, 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে। আর এই ফোনের ইন্টারন্যাশানাল ভেরিয়েন্টে স্পেক্সে কিছু পরিবর্তন দেখা যেতে পারে।

Vivo S1 ফোনটির স্পেসিফিকেশান

এই ফোনের গ্লোবাল ভেরিয়েন্টয়ে 6.38 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে আছে আর এই ফোনের টপে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর ফোনে অক্টা কোর মিডিয়া টেক হেলিও P65, 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারার এর সঙ্গে কোম্পানির ফানটাচ OS 9 পাবেন যা অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা 16MP প্রাইমারি ক্যামেরা পাবে আর এই ফোনে এর সঙ্গে 8MP র ক্যামেরা আছে। আর ফএন্র তৃতীয় ক্যামেরাতে 2MP র ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনে একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। আর এই ফোনে একটি 4500mAh য়ের ব্যাটারি থাকার কথা। এই ফোনটি IDR 35,99,00(প্রায় 17,700 টাকায়) দাম রাখা হয়েছে।

Connect On :