ভাল হার্ডওয়্যারের সঙ্গে VIVO NEX 3S 5G চিনে লঞ্চ হল

Updated on 12-Mar-2020
HIGHLIGHTS

ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 865 SoC

নতুন 5G ফোনটি চিনে লঞ্চ হয়েছে

ফোনে আছে LPDDR5 র‍্যাম আর UFS 3.1 স্টোরেজ

ভিভো চিনে তাদের NEX 3S 5G ফোনটি লঞ্চ করেছে আর এই নতুন ফ্ল্যাগশিপ ফোনটি গত বছর লঞ্চ হওইয়া NEX 3 য়ের পরের জেনারেশানের ফোন। আর এই ফোনে আপনারা একই রকমের ডিজাইন পাবেন। নতুন ফোনটিতে আছে স্ন্যাপড্র্যাগন 865 SoCআর এই ফোনে আছে 5G ইন্টিগ্রেটেড মোডেম… আর এই ফোনে আপনারা পাবেন LPDDR5 র‍্যাম আর UFS 3.1স্টোরেজ।

আর এর সঙ্গে NEX 3 ফোনে আপনারা AMOLED ডিসপ্লে পাবেন আর এই ফনে আপনারা অন স্ক্রিন হেপটিক কন্ট্রোল পাবেন আর এই ফোনে আছে ডিসপ্লে যা HDR10+ সার্টিফিকেশান পাচ্ছে। আর এই ফোনে আপনারা 99.6% স্ক্রিন টু বডি রেশিও পাবেন আর এই NEX 3S 5G ফোনে আছে 3.5mm হেডফোন জ্যাক।

NEX 3S 5G ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ফোনে আছে 64MP র মেন প্রাইমারি ক্যামেরা আর সঙ্গে আছে 16MP র ছবি ডেলিভারি করে। আর এই ফোনে আপনারা একটি 13MP র ক্যামেরা পাবেন আর 13MP র টেলিফট লেন্স/। আর ফোনে আছে 16MP র পপ আপ সেলফি ক্যামেরা ফোন।

ফোনে 4500mAh য়ের ব্যাটারি আছে যা 44W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 10 নির্ভর FunTouchOS 10য়ে কাজ করে।

এই ফোনের দাম চিনে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজের CNY 4,988(প্রায়  50,000টাকা) আর এই ফোনের 12GB র‍্যাম আর 256GB স্টোরেজ মডেলের দাম CNY 5,298 (প্রায় 53,000টাকা ) রাখা হয়েছে আর এই ডিভাইসে আপনারা পাবেন স্কাই ব্লু, ব্ল্যাক আর অরেঞ্জ কালার। ফোনটি 14 মার্চ চিনে বিক্রি করা হবে ফোনটির ভারতে আসার বিষয়ে কিছু জানা জায়নি।

Connect On :