চায়নার স্মার্টফোন নির্মাতা কোম্পানি ভিভো সম্প্রতি নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে। তবে লঞ্চ হওয়া স্মার্টফোনটি একেবারেই ক্যামেরা কেন্দ্রিক। Vivo Y55s নামে এই স্মার্টফোনটিতে কী কী ফিচার্স রয়েছে, কতই বা দাম ফোনটির দেখে নিন.
আরও দেখুন : স্যামসাং গিয়ার S3 ফ্রন্টিয়ার Tizen অপারেটিং সিস্টেম বিদ্যমান রয়েছে..
ফোনে রয়েছে একটি 5.2 ইঞ্চি এইচডি ডিসপ্লে। এছাড়া 2.5D কার্ভড স্ক্রিন দেওয়া, যার 720 X 1280 পিক্সেল স্ক্রিন রেজলিউশন। ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 425 প্রসেসর। এর সঙ্গে 3 GB RAM ও 16GB স্টোরেজ মেমোরি দেওয়া।
ফোনের ক্যামেরা সম্পর্কে আসা যাক, ফোনে 13 মেগা পিক্সেল ফ্ল্যাশযুক্ত রিয়ার ক্যামেরা। এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোন 4G সমর্থন করে. এছাড়া ফোন অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলোর উপর কাজ করে. ফোনটির দাম মাত্র 12 হাজার 490 টাকা।
আরও দেখুন : আপনার ফোনের ডেটা বাঁচাবেন কি ভাভে? জেনে নিন এখানে
আরও দেখুন : এবার স্ন্যাপচ্যাটকে নকল করলো হোয়াটসঅ্যাপ